২০২০ সালে ভারতে লাগু হয়েছিল বিপর্যয় মোকাবিলা আইন। এরপর গত দুই বছরে বিভিন্ন সময়ে কখনও বেড়েছে সংক্রমণের গ্রাফ আবার কথনও কমেছে করোনা। তবে টানা লাগু থেকেছে বিপর্যয় মোকাবিলা আইন। তবে এই আইন লাগু হওয়ার দুই বছর পর প্রত্যাহার করা হচ্ছে বিপর্যয় মোকাবিলা আইন।