সিঙ্গুরের কথা ইতিমধ্যেই ঠাঁই পেয়েছে স্কুল পাঠ্য বইতে। এবার এনিয়ে নয়া দাবি করলেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি ফেসবুকে লিখেছেন, সিঙ্গুরের মিথ্যা কাহিনি যদি ইতিহাস বইতে জায়গা পায় তাহলে গণিতের সিলেবাসে কাটমানির অঙ্ক থাকবে না কেন? প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা তথাগত রায়।
আসলে সিঙ্গুরের আন্দোলনের কথা বাস্তবিকই স্কুল পাঠ্য বইতে জায়গা পেয়েছে। তবে তাতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও রয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছেন অনেকেই। তবে এবার এনিয়ে বিশেষ দাবি করলেন তথাগত রায়। তাঁর দাবি কাটমানির ফর্মুলাও যুক্ত করতে হবে অঙ্কের সিলেবাসে।
এনিয়ে নেটিজেনরা ইতিমধ্যেই কার্যত ঝাঁপিয়ে পড়েছেন। একজন লিখেছেন, একটা চাকরিতে তোলামূল যদি ২৫ পার্সেন্ট পায় তাহলে ১৫ লক্ষ টাকায় ব্যানার্জি পরিবার কত টাকা পাবে?
অপরজন লিখেছেন, বিজয়ার টনিক দিলেন। অপরজন লিখেছেন, অপার প্রেম কাহিনি কেন সাহিত্যে স্থান পাবে না?
তবে পোস্টের পরে তথাগত রায়কেও কাঠগড়ায় তুলেছেন অনেকে। একজন লিখেছেন, আপনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে ছিলেন।অপরজন লিখেছেন, ঠিক বলেছেন স্যার। কিন্তু সেই সময় আপনি এবং আপনার দলের রাজনাথ সিংয়ের ভূমিকা কী ছিল সেটা মনে আছে তো?