বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Women cab driver: ক্যাবে উঠতেই অশালীন আচরণ, কুপ্রস্তাব মহিলা চালককে, গ্রেফতার পুরুষ যাত্রী

Women cab driver: ক্যাবে উঠতেই অশালীন আচরণ, কুপ্রস্তাব মহিলা চালককে, গ্রেফতার পুরুষ যাত্রী

মহিলা ক্যাব চালকের শ্লীলতাহানি।

মহিলা ক্যাব চালকের অভিযোগ, তিনি অনলাইন ক্যাব নিয়ে বিমানবন্দরের দিকে বেরিয়েছিলেন।  দুপুরে বিমানবন্দর থেকে একটি বুকিং আসে। তখন বিমানবন্দর এলাকা থেকে ওই যাত্রীকে ক্যাবে তোলেন ওই মহিলা। তাঁর অভিযোগ, ক্যাবে ওঠার পরেই ওই ব্যক্তি প্রথমে মহিলাকে নিজের গন্তব্য স্থল জানান। 

মহিলা যাত্রীদের শ্লীলতাহানি বা তাদের সঙ্গে অশোভনীয় আচরণ করার অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার মহিলা ক্যাব চালকের শ্লীলতাহানি ও তাঁকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে। এই অভিযোগ পাওয়ার পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত যাত্রীর নাম সৌরভ সিনহা। গড়িয়াহাটের একটি হোটেল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: গাড়িতে মহিলার দাম্পত্যের গোপন কথা শুনে তাঁকে ব্ল্যাকমেল ক্যাব চালকের! এরপর?

মহিলা ক্যাব চালকের অভিযোগ, তিনি অনলাইন ক্যাব নিয়ে বিমানবন্দরের দিকে বেরিয়েছিলেন।  দুপুরে বিমানবন্দর থেকে একটি বুকিং আসে। তখন বিমানবন্দর এলাকা থেকে ওই যাত্রীকে ক্যাবে তোলেন ওই মহিলা। তাঁর অভিযোগ, ক্যাবে ওঠার পরেই ওই ব্যক্তি প্রথমে মহিলাকে নিজের গন্তব্য স্থল জানান। এরপর নানান অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে। এমনকী যুবতীর গায়েও হাত দেন ওই ব্যক্তি। তখন ওই মহিলা চালক যাত্রীর খারাপ মতলব বুঝতে পেরে যাত্রীকে নেমে যেতে বলেন। কিন্তু, সেই সময় ওই যাত্রী মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। শেষে ওই মহিলা ক্যাব চালক যাত্রীকে গড়িয়াহাটে তাঁর গন্তব্যস্থলে নামিয়ে দেন। 

তবে এখানেই শেষ নয়, অভিযোগ ওই যাত্রী মহিলা ক্যাব চালককে জানান, তিনি লখনৌ থেকে কলকাতায় কাজের জন্য এসেছেন। কয়েকদিন এখানে থাকবেন। তার জন্য গাড়ির প্রয়োজন হবে। তাই তিনি মহিলা ক্যাব চালকের কাছে সাহায্য চান। এই বলে তিনি ক্যাব চালকের ফোন নম্বর নিয়ে নেন। তারপরে ঘটে বিপত্তি। ওই ব্যক্তি মহিলাকে বারবার ফোন করতে থাকেন। তাছাড়া একের পর এক টেক্সট মেসেজও করতে থাকেন। তাতে মহিলাকে হোটেলে যেতেও বলেন ওই ব্যক্তি। টেক্সট মেসেজ করে ওই ব্যক্তি জানান, জানায় কাজ শেষ হলে যেন রাতে গিয়ে হোটেলে তার সঙ্গে দেখা করেন। এর জন্য ওই ব্যক্তি নিজের রুম নম্বরও জানিয়ে দেন। এই ঘটনায় ওই মহিলা চালক পুরো বিষয়টি ক্যাব অ্যাসোসিয়েশনের কাছে জানান। এরপর রাতেই তারা সকলে মিলে গড়িয়াহাটের ওই হোটেলে গিয়ে সৌরভকে ধরে ফেলে এবং গড়িয়াহাট থানার পুলিশের হাতে তুলে দেয়। সেখানে ওই মহিলা ক্যাব চালক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। ক্যাব অ্যাসোসিয়েশনের বক্তব্য, রুটি রুজির তাগিদে ক্যাব চালাতে হচ্ছে ওই মহিলাকে। ফলে যাত্রীর এরকম ব্যবহারে তিনি আতঙ্কিত। ফলে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য এই ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে চালকদের সংগঠন।

 

বাংলার মুখ খবর

Latest News

নিভবে আলো, বন্ধ থাকবে মাইকিং; অভয়াকে স্মরণ করে 'নীরবতা' পালন হবে এই পুজোয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ধর্ষণের শিকার নার্স, অভিযুক্ত হোমিওপ্যাথ পুজোর মুখে হঠাৎ পূর্বাভাস বদল! ১৯ জেলায় সতর্কতা, কোথায় বৃষ্টি বাড়বে ষষ্ঠীতে? নবরাত্রির চতুর্থ দিনে কী বিশেষ ভোগ নিবেদনে প্রসন্ন হন মা কুষ্মাণ্ডা? জেনে নিন দুর্ভাগ্যের ছায়া থেকে মুক্তি পেতে নবরাত্রিতেই ঘর থেকে দূর করুন এই জিনিসগুলি চাকরি ও ব্যবসায় সাফল্য পেতে শারদীয়া নবরাত্রিতে করুন এই সহজ কাজ এমনিতে চাপ নেই কিন্তু…ভারত ম্যাচের আগে অকপট পাকিস্তানের অধিনায়ক সানা 'লাভ জিহাদ' করলে চোখ নষ্ট করে দাও, নিদান বিজেপি নেতার, মামলা দায়ের কাঁটাপুকুরে বিক্ষোভকারীদের নাক ফাটিয়ে এবার তাদের বিরুদ্ধেই FIR করল কলকাতা পুলিশ ২ মাস পরেই ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল! বাংলায় আসছে? কবে চালু হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.