বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Attack on TMC leader: মাদক সেবনের প্রতিবাদ জানিয়ে খাস কলকাতায় আক্রান্ত যুব তৃণমূল নেতা

Attack on TMC leader: মাদক সেবনের প্রতিবাদ জানিয়ে খাস কলকাতায় আক্রান্ত যুব তৃণমূল নেতা

তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ। প্রতীকী ছবি।

শুক্রবার রাত ১২টা নাগাদ একজন যুবক ৩৮ নম্বর ওয়ার্ডে রঘুনাথ চ্যাটার্জিতে স্ট্রিতে তৃণমূল নেতার বাড়ির কাছে মাদক সেবন করছিল। তা দেখে প্রতিবাদ জানান ওই তৃণমূল নেতা। এ নিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে। পরে ওই যুবক ফোন করে আরও বেশ কয়েকজনকে ডাকে। তারপরে তারা সদলবলে তৃণমূল নেতার উপর চড়াও হয়। 

খাস কলকাতায় মত্ত যুবকদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে আমহার্স্ট স্ট্রিট ঝামাপুকুর পার্ক এলাকায়। কয়েকজন যুবক মাদক সেবন করছিল। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হন যুব তৃণমূল নেতা বর্ণ বর্মন। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পিছনে রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা নাগাদ একজন যুবক ৩৮ নম্বর ওয়ার্ডে রঘুনাথ চ্যাটার্জিতে স্ট্রিতে তৃণমূল নেতার বাড়ির কাছে মাদক সেবন করছিল। তা দেখে প্রতিবাদ জানান ওই তৃণমূল নেতা। এ নিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে। পরে ওই যুবক ফোন করে আরও বেশ কয়েকজনকে ডাকে। তারপরে তারা সদলবলে তৃণমূল নেতার উপর চড়াও হয়। ঘটনায় গুরুতর আহত হন ওই তৃণমূল নেতা। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার রাতেই অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতার পরিবারের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় বহিরাগতদের যাতায়াত বাড়ছে। প্রকাশ্যে তারা মাদক সেবন এবং মদ্যপান করছে বলে অভিযোগ। তারই মধ্যে তৃণমূল নেতা মত্ত যুবকের হাতে আক্রান্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়েছে। যদিও যুবক তৃণমূল নেতা হওয়ায় এই ঘটনার পিছনে রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, বিভিন্ন বিষয়ে প্রতিবাদকে কেন্দ্র করে এর আগে অনেকেই আক্রান্ত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে নদিয়ার রানাঘাটের উত্তর পাড়ায় জোরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছিলেন এক পুলিশকর্মী। তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠেছিল। এর আগে গত ২৬ জানুয়ারি মালদার হাবিবপুরে বোনের সম্মান বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন দাদা। এছাড়া হাওড়ার শ্যামপুরে দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। প্রতিবাদ করতে গিয়ে মৃত্যু হয় কিশোরীর বাবার। আর এবার মাদক সেবন করার প্রতিবাদ জানিয়ে আক্রান্ত হলেন শাসকদলের নেতা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন