মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিরোধীদের 'ইন্ডিয়া' জোট তৈরি হয়েছে। ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর মতে, এই জোট ২০২৪-এর লোকসভা নিবার্চন পর্যন্ত থাকবে।
বিজেপি প্রার্থীর মনোয়ন জমা দিতে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'মানুষকে বিপথে চালিত করার উদ্দেশে এই মঞ্চ তৈরি করা হয়েছে। শুধুই প্রচারের জন্য বিরোধীদের এই মঞ্চ।' এর পর তিনি বলেন,'এদের বিয়ে হবে কিন্তু ফুলশয্যা হবে না। ২০২৪-এ লোকসভা ভোটের পর এই জোট শেষ হয়ে যাবে।
বুধবারই একটি বেসরকারি মিডিয়ার সমীক্ষায় উঠে এসেছে 'ইন্ডিয়া' জোট তুলনামূল ভাবে ভাল ফল করলেও দেশের কুর্সি ধরে রাখবে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা পেলেও আসন সংখ্যা কমতে পারে গেরুয়া শিবিরের। অন্য দিকে দক্ষিণের রাজ্যগুলিতে তুলনামূলক ভাবে ভাল ফল করবে ইন্ডিয়া জোট। দক্ষিণের রাজ্যগুলির মধ্যে কর্নাটক, তামিলনাডু ও কেরালায় ভাল ফবে করে তারা।
(পড়তে পারেন। 'হিন্দু থেকেই ধর্মান্তরিত হয়ে ভারতে এসেছেন মুসলিমরা,' নয়া ‘কাশ্মীর ফাইলস’ খুললেন গুলাম নবি আজাদ)
অন্যদিকে হিন্দি বলয়ে ইন্ডিয়া জোটের দাপট বজায় থাকবে বলেই উঠে এসেছে সমীক্ষায়। একটি সমীক্ষা বলছে, গুজরাট, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ভাল ফল করতে পারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এই পরিস্থিতিতে নিশীথ প্রামাণিক মন্তব্য তাৎপর্যপূণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এর আগে গেরুয়া শিবির থেকে এই জোটকে 'দুর্নীতিগ্রস্ত' রাজনৈতিক দলগুলির জোট বলা হচ্ছিল। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় একই মন্তব্য করেছিলেন। এবার এই 'ইন্ডিয়া' জোটকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
তৃণমূল অবশ্য নিশীথের এই মন্তব্যকে গুরুত্ব দিতে না নারাজ। এক তৃণমূল নেতার মনে, আসলে সমীক্ষার রিপোর্ট দেখে কুিছুটা ঘাবড়েছেন মন্ত্রী তাই তিনি এই সব ‘ভুলভাল’ কথা বলছেন।