যাদের স্বাস্থ্য ও গাড়ি বিমার প্রিমিয়াম দেওয়ার ডেডলাইন লকডাউনের মধ্যে পড়েছিল, তাদের জন্য সুখবর। ২১ এপ্রিল অবধি সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এই কথা জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
তিনি টুইটারে জানান যে থার্ড পার্টি অটো ইনস্যুরেন্স পলিসি হোল্ডার ও হেল্থ ইনস্যুরেন্স পলিসি হোল্ডারদের জন্য সুখবর। তাদের পলিসি এই লকডাউনের মেয়াদকালে টাকা না দিলেও ল্যাপস করবে না। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে অর্থমন্ত্রক।
তবে ২১ তারিখ বা তার আগে টাকা দিতে হবে রিনিউয়ালের জন্য বলেও জানিয়েছে অর্থমন্ত্রক। করোনার জেরে লকডাউনের ফলে মানুষের খুব অসুবিধা হচ্ছে। তাদের সুবিধার্থে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ইনভেস্টমেন্ট ডিক্লারেশন থেকে জিএসটি দেওয়া, প্রত্যেকটির ডেডলাইন পিছিয়ে গিয়েছে। এবার একই ভাবে বিমার ক্ষেত্রেও সেই পথে হাঁটল কেন্দ্র।