বাংলা নিউজ > হাতে গরম > সীমান্তে দ্রুত রাস্তা, ব্রিজ ও টানেল বানানো হবে- রাজনাথ সিং

সীমান্তে দ্রুত রাস্তা, ব্রিজ ও টানেল বানানো হবে- রাজনাথ সিং

চলছে রিভিউ বৈঠক

ভারতের স্পষ্ট বার্তা, নিজেদের ভূখণ্ডে পরিকাঠামো প্রকল্প চলবেই।

চিনা সেনা খানিকটা পিছিয়ে যাওয়ার মধ্যেই সীমান্তে পরিকাঠামো প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) প্রধান লেফটেন্য়ান্ট জেনারেল হরপাল সিং-সহ অন্যান্য আধিকারিকরা।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ঘণ্টাখানেক ধরে বৈঠক চলে। সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নে কী কাজ চলছে, কতটা অগ্রগতি হয়েছে, তা প্রতিরক্ষামন্ত্রীকে বিশদে জানান বিআরও প্রধান। 

পরে রাজনাথ সিং টুইটারে বলেন যে সীমান্তে রাস্তা, ব্রিজ ও টানেল বানানোর কাজে আরও গতি আনা হবে। 

প্রতিরক্ষামন্ত্রী বলেন যে তিনি বর্তমানে পরিকাঠামো গঠনের কী কী কাজ চলছে, সেটি রিভিউ করেন। বিআরও খুব ভালো কাজ করছে বলেন তিনি প্রশংসা করেন। তবে পরিকাঠামো নির্মাণের কাজ আরও দ্রুত করা হবে বলে তিনি জানান ও বিআরও সেই উদ্দেশে এককাট্টা। 

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের পরিকাঠামো উন্নয়ন নিয়ে প্রথম থেকেই বাধা দেওয়ার চেষ্টা করেছে চিন। পূর্ব লাদাখে গালওয়ান নদীর উপর তৈরি ৬০ মিটারের ব্রিজ তৈরির বিরোধিতা করেছিল। তা নিয়ে সীমান্ত বিবাদ চরমে ওঠে। বেজিংয়ের আপত্তি সত্ত্বেও সেই ব্রিজের নির্মাণ জারি রাখে নয়াদিল্লি। 

গত মাসে গালওয়ান সংঘর্ষের কয়েকদিন পরই সেই ব্রিজের কাজও পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তার ফলে সীমান্তের কাছে যেমন ভারতীয় সেনা সহজেই পৌঁছাতে পারবে, তেমনই দারবুক থেকে দৌলত বেগ ওল্ডি পর্যন্ত ২৫৫ কিলোমিটার কৌশলগত রাস্তা সুরক্ষিত হয়েছে। যা কারাকোরামের দক্ষিণে ভারতের শেষ সামরিক ছাউনি।

বন্ধ করুন