বাংলা নিউজ > কর্মখালি > Bankura Teacher gets National Award: দেশের সেরাদের তালিকায় বাঁকুড়ার জয়পুরের শিক্ষক!পাচ্ছেন জাতীয় পুরস্কার

Bankura Teacher gets National Award: দেশের সেরাদের তালিকায় বাঁকুড়ার জয়পুরের শিক্ষক!পাচ্ছেন জাতীয় পুরস্কার

জাতীয় পুরস্কার পাচ্ছেন বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত। (ডানদিকের ছবিটি প্রতীকী)

Bankura Teacher gets National Award: বুদ্ধদেব দত্ত যে স্কুলে এখন শিক্ষকতা করেন, ছেলেবেলা সেই জয়পুর প্রাথমিক বিদ্যালয়েই পড়াশোনা করেছেন। এখন শিক্ষক হিসেবে বাঁকুড়ার স্কুলকে দেশের মানচিত্রে উজ্জ্বল করে তুলেছেন।

জাতীয় পুরস্কার পাচ্ছেন বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত। এবার পশ্চিমবঙ্গ থেকে একমাত্র তিনিই সেই সম্মান পেতে চলেছেন। তবে সেজন্য একা কৃতিত্ব নিতে রাজি নন বুদ্ধদেববাবু। তাঁর বক্তব্য, 'এই স্বীকৃতি আমাদের সকলের।’

প্রতি বছর শিক্ষক দিবসে (৫ সেপ্টেম্বর) কেন্দ্রের তরফে দেশের সেরা শিক্ষকদের পুরস্কৃত করা হয়। এবার দেশের মোট ৪৬ জন শিক্ষক সেই পুরস্কার পেতে চলেছেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (CISCE), তামিলনাড়ু, হিমাচল প্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের সেই পুরস্কার দেওয়া হবে। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বুদ্ধদেববাবু সেই পুরস্কার পেতে চলেছেন। আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুন: দেশের কনিষ্ঠতম IAS অফিসার! মাত্র ২২ বছরেই UPSC পাশ অনন্যার

বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশের পরই শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন বুদ্ধদেববাবু। তবে বুদ্ধদেববাবু 'আমি' নয়, 'আমরা' তত্ত্বের উপর জোর দিয়েছেন। জাতীয় পুরস্কার পাওয়ার জন্য বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের সকল পড়ুয়া, শিক্ষক, আধিকারিক এবং অভিভাবকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। বুদ্ধদেববাবু বলেন, 'এই পুরস্কার আমাদের সকলের।'

বুদ্ধদেববাবু যে স্কুলে এখন শিক্ষকতা করেন, ছেলেবেলা সেই জয়পুর প্রাথমিক বিদ্যালয়েই পড়াশোনা করেছেন। এখন শিক্ষক হিসেবে বাঁকুড়ার স্কুলকে দেশের মানচিত্রে উজ্জ্বল করে তুলেছেন। তাঁর বক্তব্য, জাতীয় পুরস্কার পাওয়া অত্যন্ত গর্বের। তবে তাঁর ছাত্রছাত্রীরা যদি জীবনে প্রকৃত শিক্ষা অর্জন করেন, সেটাই হবে সেরা পুরস্কার। বুদ্ধদেববাবু বলেন, ‘জয়পুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম আমি। জাতীয় পুরস্কার পাওয়ার পর স্কুলের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেল। সেইসঙ্গে জেলার প্রতিও আমার দায়বদ্ধতা অনেকটা বেড়ে গেল।’

বন্ধ করুন