পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্নপত্র। তা নিয়ে ক্রমশ চাপ বাড়ছিল। সেই পরিস্থিতিতে ৬৭ তম সিভিল সার্ভিস পরীক্ষা (67th Combined Preliminary Competitive) বাতিল করে দিল বিহারের পাবলিক সার্ভিস কমিশন। ইতিমধ্যে সেই ঘটনার তদন্তভার সাইবার সেলের হাতে দেওয়ার আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন: WB Teachers' Job: শিক্ষক নিয়োগ: অতিরিক্ত পদ তৈরি রাজ্যের, স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস ব্রাত্যের
রবিবার দুপুরে পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায়। সেই ঘটনা নিয়ে তুমুল প্রতিবাদ শুরু হয়। তারইমধ্যে বিরোধীরা তোপ দাগতে থাকেন। বিহারের বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব টুইট করেন, 'কোটি-কোটি যুবক-যুবতি এবং প্রার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য বিপিএসসির (বিহার পাবলিক সার্ভিস কমিশন) নাম পালটে বিহার লোক পেপার লিক আয়োগ করা উচিত।'
বিষয়টি নিয়ে বিহার পাবলিক সার্ভিস কমিশনের এগজামিনেশন কন্ট্রোলার অমরেন্দ্র কুমার বলেন, 'পরীক্ষা শুরুর সময় আমরা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ পেয়েছিলাম। প্রশ্নপত্রের (ভাইরাল) স্ত্রিনশটের সঙ্গে সেট সি'র প্রশ্নপত্র মিলিয়ে দেখেছি আমরা। পরীক্ষা শুরুর ছয় মিনিট আগে প্রশ্নপত্র ভাইরাল হয়ে যাওয়ার খবর মিলেছে।'
আরও পড়ুন: WB Teacher's Recruitment 2022: আবারও বাংলায় হতে চলেছে শিক্ষক নিয়োগ, কবে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি? জানাল SSC
সন্ধ্যার দিকে বিহার পাবলিক সার্ভিস কমিশনের এগজামিনেশন কন্ট্রোলার বলেন, ‘পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। উপযুক্ত সময় অন্যান্য ঘোষণা করা হবে।’ সেইসঙ্গে বিষয়টির তদন্তভার যাতে সাইবার সেলের তুলে দেওয়া হয়, সেজন্য বিহার পুলিশের ডিজিকে অনুরোধ জানিয়েছে কমিশন।