আরিয়ান প্রকাশ
এবার বাইজুস থেকে প্রচুর কর্মচারী ছাঁটাই হতে পারে। সব মিলিয়ে ৫৫০০ চাকরি বাতিল হতে পারে বাইজুস সংস্থা থেকে। মনে করা হচ্ছে খরচ কমানোর জন্য ও ব্যবসাকে বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর। মঙ্গলবার ইকোনমিক টাইমসে একটি প্রতিবেদনে এই সংবাদ প্রকাশিত হয়েছে। রয়টার্স সূত্রে খবর।
কোম্পানির ইন্ডিয়াতে যে ব্যবসা রয়েছে সেখানকার চিফ এক্সিকিউটিভ হলেন অর্জুন মোহন। তিনি ইতিমধ্য়েই এনিয়ে সিনিয়র এক্সিকিউটিভদের কাছে ইঙ্গিত দিয়েছেন। সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তিনি বাইজুসের একাধিক ব্যবসাকে একসঙ্গে মিলিয়ে দিতে চাইছেন। তারই কাজ ধাপে ধাপে শুরু হয়েছে। আর তারই অঙ্গ হিসাবে এবার কর্মীদের ঘাড়ে কোপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মোটামুটিভাবে এই সপ্তাহের শেষে অথবা সামনের সপ্তাহে এই সমস্যা হতে পারে।
তবে কেবলমাত্র বাইজুসের পেরেন্ট সংস্থা থিঙ্ক অ্য়ান্ড লার্নেই এই কর্মী ছাঁটাই হতে পারে। অন্য কোনও শাখা সংস্থায় চাকরি যাচ্ছেন না বলে খবর। কিন্তু কেন আচমকা বাইজুসে কর্মী ছাঁটাই হওয়ার এমন সম্ভাবনা তৈরি হল?
ওই সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে যেটা জানা যাচ্ছে, বাইজুস আরও পড়ুয়াকে অফলাইন স্টাডি সেন্টারগুলোতে আনতে চাইছে। আগামীদিনে যাতে আরও দীর্ঘকালীন সময় ধরে এই সেন্টারগুলি চলে সেগুলি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গেই ঢেলে সাজানো হবে বাইজুসকে।
তবে এব্যাপারে সংবাদ সংস্থা রয়টার্সের তরফে বাইজুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা এনিয়ে কোনও মন্তব্য করেনি।
পড়ুয়াদের কাছে অত্যন্ত জনপ্রিয় ফার্ম হল বাইজুস। বহু ছাত্র ছাত্রী এই বাইজুসের সঙ্গে যুক্ত। গত বছরে এই বাইজুসের বাজারদর ছিল ২২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু গত বছর থেকেই এই কোম্পানি নানা ব্যাপারে ক্ষতির মুখে পড়ে । তারপর থেকে কিছুটা হলেও সমস্যায় পড়ছে কোম্পানি। এই সংস্থার অডিটর ও বোর্ড সদস্যরা এর আগেই ইস্তফা দিয়েছিলেন। এবার কোম্পানির সামগ্রিক খরচ কমাতে চাইছে তারা। নতুন করে বাইজুসকে ঢেলে সাজানোর উদ্যোগ। আর সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে এবার কোপ পড়তে পারে কোম্পানির সাধারণ কর্মীদের উপর। প্রায় ৫৫০০ জনের চাকরি যেতে পারে বাইজুস থেকে।