এবার লোকসভা নির্বাচনে বাংলার নজরকাড়া আসনগুলির মধ্যে অন্যতম হল বিষ্ণুপুর কেন্দ্র। এখানে একে অপরের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল। একদিকে, যেমন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ দাবি করছেন তিনিই নির্বাচনে জয়ী হবেন, অন্যদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলও নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। যদিও কে জিতবে সেটা নির্বাচনের ফলাফলের পরেই জানা যাবে। তবে দুজনেই তাঁদের সম্পত্তির হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। সেই হলফনামা অনুযায়ী, সম্পত্তির দিক থেকে সুজাতাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছেন সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রীর।
আরও পড়ুনঃ ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, ভিডিয়ো ভাইরাল হতেই সুজাতা সৌমিত্রের তরজা
আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে বিষ্ণুপুরে। তাই ভোটের আগে নিয়ম মেনে দুই প্রার্থী তাঁদের সম্পত্তির খতিয়ান তুলে ধরে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন। সেই হলফনামা অনুযায়ী, সুজাতা মণ্ডলের মোট সম্পদের পরিমাণ ৯১ লক্ষ ৯৪ হাজার ৭৫৩ টাকা, যেখানে সৌমিত্র খাঁয়ের মোট সম্পত্তি প্রায় ৮৫ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর সম্পত্তি প্রায় ১ কোটি ৬৪ লক্ষ টাকা।
সৌমিত্র খায়ের সম্পত্তি ও আয়
নির্বাচনী হলফনামা অনুযায়ী, ২০২২ ২৩ অর্থবর্ষে সৌমিত্র খাঁ ১৬ লক্ষ ৫২ হাজার ৭১২ টাকা আয় করেছেন। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২২ লাখ ৬০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৬২ লক্ষ ৪২ হাজার ৮৪৯ টাকা। সৌমিত্রর প্রায় ৯০ গ্রাম সোনা রয়েছে, যার বাজার মূল্য ৫ লক্ষ ৮৫ হাজার টাকা। এদিকে, সৌমিত্রর স্ত্রী পারমিতা রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী। তিনি ২০২২-২৩ শতবর্ষে ১২ লক্ষ ৭৯ হাজার ৮৯৫ টাকা আয় করেছেন। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৩ লাখ টাকা এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ১ কোটি ৩১ লক্ষ ৪৭ হাজার ৫৩৪ টাকা। এছাড়া তাঁর ৯০০ গ্রাম সোনা রয়েছে, যায় বাজার দর ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা।
সুজাতার সম্পত্তি ও আয়
হলফনামায় সুজাতা মণ্ডল জানিয়েছেন, ২০১০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতকোত্তর হন। হলফনামা অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে তিনি ৪ লক্ষ ৬৩ হাজার ৫৫০ টাকা আয় করেছেন। তবে সুজাতা জানিয়েছেন, তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৯১ লক্ষ ৯৪ হাজার ৭৫৩ টাকা। অন্যদিকে, তাঁর কাছে ৪০০ গ্রাম গয়না রয়েছে, যার বাজার মূল্য ২৬ লক্ষ টাকা।