আগামী অগস্টের প্রথম সপ্তাহের মধ্যে কলেজে ক্লাস শুরু করতে হবে। দেশের সব কলেজকে এমনই নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। করোনাভাইরাস মহামারীর জন্য গত দু'তিন বছর ধরে কলেজে ক্লাস শুরুর ক্ষেত্রে কিছুটা সময়ের হেরফের হচ্ছিল। কিন্তু এখন সেই সমস্যা কেটে গিয়েছে, তাই গত ১৮ এপ্রিল ইউজিসির তরফে একটি নির্দেশিকা জারি করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে অগস্টের প্রথম সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করতে হবে প্রতিটি কলেজকে। তারপর যেমন ক্লাস হয়, সেরকম সূচি মেনে ক্লাস হবে।
জুনের মধ্যে রেজাল্ট ঘোষণা ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
কলেজগুলি যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাস শুরু করে, সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও আগেভাগে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করার নির্দেশ দিয়েছে ইউজিসি। অর্থাৎ কোন সময় ক্লাস শুরু করা হবে, কতদিন ক্লাস চলবে, পরের সেমেস্টারের ক্লাস শুরু হবে, সেই তথ্যও প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে, যাতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলি সেটা মেনেই এগিয়ে যেতে পারে।
সেইসঙ্গে আগামী জুনের মধ্যে কলেজের বিভিন্ন স্তরের পরীক্ষার ফলাফল ঘোষণা করারও নির্দেশ দিয়েছে ইউজিসি। অর্থাৎ ইতিমধ্যে যাঁরা কলেজ পড়াশোনা করছেন এবং পরীক্ষা দিয়েছেন, তাঁদের পরীক্ষার রেজাল্ট জুনের মধ্যে প্রকাশ করতে হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিকে। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে যাতে পুরনো ছন্দেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলে, সেটার জন্য এমন নির্দেশ দিয়েছে ইউজিসি।
বিষয়টি নিয়ে একটি কলেজের পড়ুয়া সোনিকা জোশী বলেন, 'একটি বেসরকারি কলেজে বিজ্ঞান নিয়ে পড়ছি আমি। গত তিন-চার বছর ধরে নয়া শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে কিছুটা দেরি হয়েছে। দেরিতে হয়েছে পরীক্ষাও। আমরা চাই না যে আর দেরি হোক। তাতে আমাদের ফাইনাল ইয়ারের নম্বরের উপর প্রভাব পড়তে পারে। তার ফলে স্নাতকোত্তরে ভরতির ক্ষেত্রে সমস্যা হতে পারে।'
উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে?
ইউজিসি যে সময়সীমা বেঁধে দিয়েছে, তাতে পশ্চিমবঙ্গের পড়ুয়াদের কোনও সমস্যা হওয়ার কথা নয়। কারণ অভাবনীয় কিছু না ঘটলে চলতি মাসের শেষের দিকেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে যাবে। ফলে পাক্কা কলেজে অ্যাডমিশনের জন্য হাতে তিন মাসেরও বেশি সময় থাকবে। সেইসময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে, মেধাতালিকা প্রকাশ করে ভরতির প্রক্রিয়া শেষ করে নিতে পারবে কলেজগুলি। তারপর ক্লাস শুরু করতে পারবে। উল্লেখ্য, গত বছর ১ অগস্ট থেকে ক্লাস শুরু হয়েছিল।