
করোনাভাইরাসের জেরে পিছিয়ে গেল ICSE, ISC পরীক্ষা
১ মিনিটে পড়ুন . Updated: 19 Mar 2020, 11:12 AM IST১৯-৩১ মার্চের মধ্যে হবে না পরীক্ষা।
১৯-৩১ মার্চের মধ্যে হবে না পরীক্ষা।
করোনাভাইরাসের জেরে এবার পিছিয়ে গেল ICSE ও ISC পরীক্ষা। হুহু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ভারতে বর্তমানে ১৬৬ জন করোনায় আক্রান্ত, এদের মধ্যে মৃত ৩। তারই জেরে পিছিয়ে গেল পরীক্ষা।
কাউন্সিলের তরফ থেকে জানানো হল যে ১৯-৩১ মার্চের মধ্যে কোনও পরীক্ষা হবে না। প্রসঙ্গত আইসিএসই পরীক্ষা ৩০ মার্চ অবধি হওয়ার কথা ছিল। অন্যদিকে আইএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল ৩১ মার্চ অবধি। পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত পরীক্ষাসূচি জানিয়ে দেওয়া হবে বলে কাউন্সিল জানিয়েছে।
এর আগে শিক্ষা দফতরের পরামর্শ অনুযায়ী CBSE দশম ক্লাসের সব পরীক্ষা পিছিয়ে দিয়েছে। আইআইটির প্রবেশিকার জন্য অনুষ্ঠিত JEE পরীক্ষাও হবে না।