
CRPF Recruitment 2020: CRPF-এ একাধিক পদে নিয়োগ, মোট শূন্যপদ ৭৮৯, দ্রুত শুরু হবে আবেদন প্রক্রিয়া
১ মিনিটে পড়ুন . Updated: 13 Jul 2020, 09:14 PM IST- কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছ আবেদন প্রক্রিয়া। জেনে নিন বিস্তারিত।
সাব-ইন্সপেক্টর, অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর পদে কম্বাটাইজড প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সিআরপিএফ। গ্রুপ ‘বি’ এবং ‘সি’ সবমিলিয়ে শূন্যপদ সংখ্যা ৭৮৯। আপাতত অবশ্য সবকটিই অস্থায়ী পদ। পরবর্তীকালে সেগুলি স্থায়ী পদের তকমা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিআরপিএফ।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরুর তারিখ : ২০ জুলাই, ২০২০।
আবেদনের শেষ তারিখ : ৩১ অগস্ট, ২০২০।
লিখিত পরীক্ষার দিন : ২০ ডিসেম্বর, ২০২০।
পদের নাম
১) ইন্সপেক্টর (ডায়েটিশিয়ান) ২) সাব-ইন্সপেক্টর (স্টাফ নার্স) ৩) সাব-ইন্সপেক্টর (রেডিয়োগ্রাফার) ৪) অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর (ফার্মাসিস্ট) ৫) অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর (ফিজিয়ো-থেরাপিস্ট) ৬) অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর (ডেন্টাল টেকনিশিয়ান) ৭) অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর (ল্যাবরেটরি টেকনিশিয়ান) ৮) অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর/ইলেক্ট্রো কার্ডিয়োগ্রাফি টেকনিশিয়ান ৯) হেড কনস্টেবল (ফিজিয়োথেরাপি অ্যাসিসট্যান্ট/নার্সিং অ্যাসিসট্যান্ট/মেডিক) ১০) হেড কনস্টেবল (এএনএম/মিডওয়াইফ) ১১) হেড কনস্টেবল (ডায়ালিসিস টেকনিশিয়ান) ১২) হেড কনস্টেবল (জুনিয়র এক্স-রে অ্যাসিসট্যান্ট) ১৩) হেড কনস্টেবল (ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট) ১৪) হেড কনস্টেবল (ইলেকট্রিশিয়ান) ১৫) হেড কনস্টেবল (স্টুয়ার্ড) ১৬) কনস্টেবল (মাসালছি) ১৭) কনস্টেবল (কুক) ১৮) কনস্টেবল (সাফাই কর্মচারী) ১৯) কনস্টেবল (ধোবি/ওয়াশারম্যান) ২০) কনস্টেবল (ডব্লু/সি) ২১) কনস্টেবল (টেবিল বয়)।
এছাড়াও ভেটেরিনারি শাখার অধীনে আরও কয়েকটি পদে নিয়োগ করা হবে। সেগুলি হল - ১) হেড কনস্টেবল (ভেটেরিনারি) ২) হেড কনস্টেবল (ল্যাব টেকনিশিয়ান) ৩) হেড কনস্টেবল (রেডিয়োগ্রাফার)।
আবেদন ফি
গ্রুপ ‘বি’ পদে আবেদন : ২০০ টাকা।
গ্রুপ ‘সি’ পদে আবেদন : ১০০ টাকা।
এসসি, এসটি এবং মহিলা প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।