বাংলা নিউজ > কর্মখালি > ছুটির দিনে সহকর্মীকে ইমেল, ফোন করলেই ১ লাখ টাকা জরিমানা করবে এই কোম্পানি

ছুটির দিনে সহকর্মীকে ইমেল, ফোন করলেই ১ লাখ টাকা জরিমানা করবে এই কোম্পানি

বেসরকারি(কিছু কিছু সরকারিও) অফিসের কর্মীদের অনেকের কাছেই একটি অতি সাধারণ ব্যাপার। আপদকালীন কাজ, যেমন পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকদের ক্ষেত্রে না হয় তাও মানা যায়। তাই বলে সাধারণ কর্মীদেরও ছুটির দিন ল্যাপটপ খুলে বসতে হবে?