বেসরকারি(কিছু কিছু সরকারিও) অফিসের কর্মীদের অনেকের কাছেই একটি অতি সাধারণ ব্যাপার। আপদকালীন কাজ, যেমন পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকদের ক্ষেত্রে না হয় তাও মানা যায়। তাই বলে সাধারণ কর্মীদেরও ছুটির দিন ল্যাপটপ খুলে বসতে হবে?
1/5ছুটির দিন। খোশ মেজাজে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর তার মধ্যেই ফোন সহকর্মীর, 'ভাই, প্রেজেন্টেশনটা আজ একটু রেডি করে দে না।' সঙ্গে সঙ্গে মেজাজ সপ্তমে। সপ্তাহে একটি মাত্র ছুটির দিন। তাতেও কাজ করতে হবে? ফাইল ছবি: পিক্সাবে (Instagram )
2/5বেসরকারি(কিছু কিছু সরকারিও) অফিসের কর্মীদের অনেকের কাছেই একটি অতি সাধারণ ব্যাপার। আপদকালীন কাজ, যেমন পুলিশ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকদের ক্ষেত্রে না হয় তাও মানা যায়। তাই বলে সাধারণ কর্মীদেরও ছুটির দিন ল্যাপটপ খুলে বসতে হবে? ফাইল ছবি: পিক্সাবে (Instagram )
3/5এবার এই ধারাতেই বদল আনল এক ভারতীয় সংস্থা। ফ্যান্টাসি গেমিং সংস্থা Dream 11 এক নয়া আনপ্লাগ পলিসি এনেছে। তাতে বলা হয়েছে, নির্দিষ্ট ছুটির দিনে কোনও কর্মীকে কাজের সম্পর্কিত ফোন, মেসেজ, ইমেল করা যাবে না। শুধু তা-ই নয়। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (Instagram )
4/5কোনও কর্মী যদি তার অভিযোগ দায়ের করেন, এবং সহকর্মীর সেই 'অপরাধ' প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। ফাইল ছবি: ফ্রিপিক (Instagram )
5/5কোনও কর্মী যদি তার অভিযোগ দায়ের করেন, এবং সহকর্মীর সেই 'অপরাধ' প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (Instagram )