নতুন বছরের ১০ জানুয়ারি থেকে গুগল তার বিভিন্ন বিভাগ থেকে প্রায় ১০০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করেছে। সংস্থার তরফে গুগলের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ও আরও একাধিক বিভাগ থেকে শতাধিক কর্মীকে ছাঁটাই করার কারণ হিসেবে খরচ কমানোই মূল উদ্দেশ্য জানিয়েছে সংস্থা। গত বুধবার গুগল সিইও সুন্দর পিচাই সংস্থার কর্মীদের উদ্দেশ্যে একটি অভ্যন্তরীণ মেমো জারি করে জানিয়েছেন যে চলতি বছরে আরও কর্মচারী ছাঁটাইয়ের সম্ভাবনা আছে। এই বিষয়ে কর্মীদের তিনি তৈরি থাকতেও বলেছেন।
মেমোতে সুন্দর পিচাই বলেছেন ‘আমাদের উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে এবং আমরা এবছর পূর্ব পরিকল্পনা মাফিক বড়ো অগ্রাধিকার যোগ্য ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করবো। বাস্তবতা অনুযায়ী আমাদের এই বিনিয়োগকে করতে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’ তিনি ছাঁটাইয়ের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেছেন যে কিছু ক্ষেত্রে কাজের গতি বাড়ানো এবং কার্যসম্পাদনকে সহজতর করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত। গুগল সংস্থার এই কঠিন সিদ্ধান্তের প্রভাব ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের কর্মচারীদের মধ্যে পড়েছে, যেমন - হার্ডওয়ার, এড সেলস (Ad Sales), ইউটিউব টিম, পলিসি কোন ইঞ্জিনিয়ারিং (Policy Core Engineering) ইত্যাদি।
সুন্দর পিচাই বেশ জোর দিয়ে বলেছেন যে আগের বছরে যেমন ১২ হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হয়েছিল, এ বছরে এত সংখ্যক কর্মীকে ছাঁটাই করা হবে না। সুন্দর পিচাই কর্মীদের উদ্দেশ্যে মেমোতে লিখেছেন ‘এই কর্মচারীদের ভূমিকা হ্রাস আগের বছরের মাত্রার মতো হবে না এবং প্রত্যেক টিমকে স্পর্শ করবে না। কিন্তু আমি জানি সহকর্মী এবং অন্যান্য টিমে ছাঁটাইয়ের খবর দুঃখজনক।’ কোন কোন বিভাগে পরিবর্তন করা হবে সেগুলি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং প্রয়োজন অনুসারে সারা বছর ধরেই কিছু টিম বিভিন্ন বিভাগের জন্য বরাদ্দ অর্থ সম্পর্কে কিছু হেরফের করবে। এর ফলে বিভিন্ন বিভাগের কর্মচারীদের উপর প্রভাব পড়তে পারে।
নতুন বছরের শুরুতেই বিভিন্ন প্রযুক্তি নির্ভর বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন বিভাগের কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যেই বহু মানুষের কাজ চলে গেছে। বিশেষজ্ঞদের মতে এই কোম্পানিগুলো মুনাফা বৃদ্ধির জন্য আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তার (artificial intelligence) উপর বিনিয়োগ করবে তত মানুষের কাজ বিপন্ন হবে।