বাংলা নিউজ > কর্মখালি > Oyo Layoffs: ৬০০ কর্মীর চাকরি কাড়ল Oyo! নিচ্ছে ২৫০ জন নয়া লোক

Oyo Layoffs: ৬০০ কর্মীর চাকরি কাড়ল Oyo! নিচ্ছে ২৫০ জন নয়া লোক

'Oyo প্রোডাক্ট এবং ইঞ্জিনিয়ারিং, কর্পোরেট সদর দফতর এবং Oyo ভ্যাকেশন হোম টিমগুলি ছোট করছে। অন্যদিকে পার্টনারশিপ ম্যানেজমেন্ট এবং বিজনেস ডেভলপমেন্ট টিমে নতুন কর্মীদের নিযুক্ত করছে। Oyo-র মোট কর্মী সংখ্যা ৩,৭০০ জন। তার ১০% হ্রাস করা হচ্ছে,' এক বিবৃতিতে এমনটা জানিয়েছে সংস্থা।