ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার (দশম শ্রেণির পরীক্ষা বা ম্যাট্রিক) ফলাফল প্রকাশিত হল। পরীক্ষার্থীরা jac.jharkhand.gov.in, jac.nic.in এবং jharresults.nic.in ওয়েবসাইট থেকে এবার নিজেদের রেজাল্ট দেখতে পারবে। তাছাড়া ‘হিন্দুস্তান টাইমস’ এবং ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’ থেকেও ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। নিজের রোল নম্বর দিয়েই ‘হিন্দুস্তান টাইমস’ এবং ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’ থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।
ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের আপডেট
— এবার ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হল জ্যোৎস্না জ্যোতি। তার প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ। দ্বিতীয় হয়েছে সানা সঞ্জোরি। সে পেয়েছে ৯৮৬ শতাশ। যুগ্মভাবে তৃতীয় হয়েছে করিশ্মা কুমারী এবং সৃষ্টি সৌম্যা। তাদের প্রাপ্ত নম্বরের হার ৯৮.৪ শতাংশ।
— ঝাড়খণ্ডের ম্যাট্রিক পরীক্ষার ফলাফলের ইতিবৃত্ত: ৫৪.২ শতাংশ পড়ুয়া ফার্স্ট ডিভিশন পেয়েছে। গতবার তা ছিল ৬৬.২৩ শতাংশ। এবার সেকেন্ড ডিভিশন পেয়েছে ৪০.৬৩ শতাংশ। গতবার ছিল ৩১.০৫ শতাংশ। গতবার থার্ড ডিভিশনে পাশ করেছিল ২.৩৭ শতাংশ পড়ুয়া। এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫.১৭ শতাংশ।
— ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের (JAC) তরফে জানানো হল যে আগামী ১০ দিনের মধ্যে দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করে দেওয়া হবে।
— ছাত্রীদের পাশের হার ৯১ শতাংশ। ছেলেদের পাশের ৮৯.৭ শতাংশ।
— এবার ঝাড়খণ্ডের ম্যাট্রিক পরীক্ষায় প্রথম ডিভিশন পেয়েছে ২,০৫,১১০ জন (৫৪ শতাংশ)। দ্বিতীয় ডিভিশনে ১ লাখ ৫৩ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর তৃতীয় ডিভিশনে উত্তীর্ণ হয়েছে ১৯,৫৫৫ জন।
— ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এবার পাশের হার হল ৯০.৩১ শতাংশ। যা গতবারের থেকে অনেকটা কম। গতবার পাশের হার ছিল ৯৫.৩৮ শতাংশ। অর্থাৎ পাঁচ শতাংশের মতো কমেছে পাশের হার।
— ২০২৪ সালে ঝাড়খণ্ডের ম্যাট্রিক পরীক্ষা শুরু হয়েছিল ৬ ফেব্রুয়ারি থেকে। চলেছিল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ৪.২ লাখ পড়ুয়া পরীক্ষা দেয়।
অনলাইনে ঝাড়খণ্ডের ম্যাট্রিক পরীক্ষার ফলাফল দেখা যাবে কীভাবে?
১) ঝাড়খণ্ডের ম্যাট্রিক পরীক্ষার ফলাফল দেখার জন্য jacresults.com-তে যেতে হবে।
২) হোমপেজেই JAC Matric Result 2024-র লিঙ্ক আছে। তাতে ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৩) নিজের রোল কোড এবং রোল নম্বর দিতে হবে। তারপর ক্লিক করতে হবে 'Submit'।
৪) স্ক্রিনে ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পাবে পড়ুয়ারা।