ইউপিএসসি পরীক্ষায় একের পর এক সফলতার কাহিনি সামনে আসছে। তবে এর বাইরেও রয়েছে এমন নানা কাহিনি যা নজর কেড়েছে নেট দুনিয়ায়। যারা বহুবার চেষ্টা করার পরেও সফল হতে পারলেন না তাদের খবর রাখছে কজন?
কুণাল আর ভিরুলকর। তিনিও ইউপিএসসি দিয়েছিলেন। এনিয়ে ১২বার তিনি এই পরীক্ষা দিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ১২বার পরীক্ষায় বসলাম, ৭বার মেইন দিয়েছি, ৫বার ইন্টারভিউ। চাকরি পেলাম না। সেই সঙ্গেই তিনি লিখেছেন মনে হয় জীবনের অপর নামই হল সংঘর্ষ।
বার বার ব্যর্থ হয়েছেন তিনি। বার তিনি উঠে দাঁড়িয়েছেন। আবার তিনি ঘুরে দাঁড়িয়েছেন। সেই লড়াইয়ের কাহিনিটা পড়ে নিন এবার।
আসলে কৃতীদের উপরই যাবতীয় আলো পড়ে। তাদের জন্য রয়েছে শুভেচ্ছার বন্যা। তাদেরকে নিয়েই এত নাচানাচি। কিন্তু যাঁরা চেষ্টা করেও পারলেন না তাঁদের মনে কোণে জমে থাকা অবসাদটা দূর করবে কে?
এদিকে তিনি এই পোস্ট করার পরেও কার্যত ঝড় উঠেছে নেটপাড়ায়। একজন লিখেছেন, আপনি লক্ষ্যে পৌঁছবেন। এটা আপনাকে কেউ আটকাতে পারবে না। অপরজন লিখেছেন, আপনার নামটা জানতে চাই। হয়তো জীবন আপনার জন্য আরও বড় কিছু রেখে দিয়েছে। আপনি যে সংঘর্ষ করছেন তা শব্দে প্রকাশ করা যাবে না। আপনারা এটা করেছেন। আমরা আপনার জন্য গর্বিত। আপনি সবটা জয় করেছেন।
আসলে ইউপিএসসি তো অনেকেই দেন। কিন্তু সফল হন কজন! তবে এই প্রার্থীর টুইট মন ছুঁয়ে গিয়েছে অনেকের। ১২বার পরীক্ষায় বসেছেন তিনি। হার না মানা জেদ। তবে এখনও সফল হননি তিনি। অনেকেই উৎসাহ দিয়েছেন তাঁকে। অনেকেই অনেক কথা লিখছেন তাঁর টুইটের জবাবে। একজন লিখেছেন, আপনার এই কাহিনি অনেকের কাছেই অনুপ্রেরণার। অপরজন লিখেছেন, আপনার জন্য আরও শক্তি নিয়ে আসবে। অপর একজন লিখেছেন হয়তো খুব হতাশার। কিন্তু দেখবেন আপনি একদিন সফল হবেন। অপর একজন লিখেছেন, আপনার এই লড়াই অনেকের কাছেই অনুপ্রেরণার। অনেকেই তাঁকে বাড়তি উৎসাহ দিয়েছেন।
আসলে পরীক্ষা তো দেন হাজার হাজার পরীক্ষার্থী। একেবারে ক্ষুরধার লড়াই। একটুর জন্য বাতিল হয়ে যান অনেকেই। আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই লড়াইতে টিকে থাকার মতো মনোবল থাকে না সবার। বার বার ব্যর্থ হয়ে ঘুরে দাঁড়াতে পারেন না সকলে।