বাংলা নিউজ > কর্মখালি > Kolkata Metro jobs: মেট্রো রেলে নিয়োগ নিয়ে প্রতারকদের খপ্পরে পড়ছেন না তো? কী করবেন?

Kolkata Metro jobs: মেট্রো রেলে নিয়োগ নিয়ে প্রতারকদের খপ্পরে পড়ছেন না তো? কী করবেন?

টাকা নিয়ে বেপাত্তা হয়ে যায় প্রতারক। প্রতীকী ছবি : রয়টার্স  ( REUTERS/Mukesh Gupta)

সরকারি স্থায়ী চাকরির বাসনা। অনেকেই অপরিচিত ব্যক্তির কথায় বিশ্বাস করে মোটা টাকা তুলে দেন তাঁদের হাতে। আর তারপরেই সেই প্রতারক বেপাত্তা হয়ে যান। কলকাতা মেট্রো রেলে চাকরির টোপ দিয়েও চলে এমন প্রতারণা। সে বিষয়ে সতর্ক করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এ বিষয়ে টুইট করা হয় কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে।

মেট্রো রেলের সতর্কবার্তায় বলা হয়েছে,

১. শুধুমাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড(RRB) রেলের সমস্ত কর্মীদের নিয়োগ করে।

২. মেট্রো রেলের প্রতিনিধির ভান করা সন্দেহজনক সংস্থা/ব্যক্তির থেকে সাবধান। ভুয়ো চাকরির প্রস্তাব থেকে দূরে থাকুন।

৩. মেট্রো রেলওয়েতে শূন্যপদ ও নিয়োগের খবর পেতে সংবাদমাধ্যমে নিয়মিত চোখ রাখুন। সেখান থেকেই এ বিষয়ে খবর পাবেন।

দেখুন কলকাতা মেট্রো রেলের টুইট:

অনেক ক্ষেত্রে চাকরির খোঁজ পাওয়ার ওয়েবসাইটে অ্যাকাউন্ট দেখেই যোগাযোগ করে এই প্রতারকরা। সেখানে রীতিমতো মেট্রো রেলের প্রতিনিধির পরিচয় দিয়ে ইন্টারভিউতে ডাকা হয়। এরপর ভুয়ো অ্যাপয়ন্টমেন্ট লেটার দেখিয়ে এজেন্সি ফি দাবি করা হয়। অনেকেই চাকরির আশায় সেই টাকা দিয়ে দেন। কিন্তু আদতে অ্যাপয়ন্টমেন্ট লেটার ভুয়ো হয়। 
ফলে অজানা, অচেনা ব্যক্তি বা সংস্থা মেট্রো রেলে চাকরি করে দেওয়ার আশ্বাসে টাকা চাইলে তার থেকে দূরে থাকুন। এ বিষয়ে পুলিশে অভিযোগ জানান।

বন্ধ করুন