মাধ্যমিক পরীক্ষার মূল বিষয়গুলি শেষ। শনিবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। এর সঙ্গে সঙ্গে শেষ হল প্রধান বিষয়ের পরীক্ষাগুলি। এবার বাকি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। কিন্তু তার আগে পরীক্ষার টেনশন প্রায় শেষ অধিকাংশ ছাত্রছাত্রীরই।
ভৌতবিজ্ঞান নিয়ে অনেক পড়ুয়ারই নানা ধরনের সংকট থাকে। কেউ কেউ এই বিষয়ে নম্বর তুলতে বেশ চাপে পড়ে যায়, আবার কেউ এই বিষয়টিকে সহজেই সামলাতে পারে। কিন্তু এবারের ভৌতবিজ্ঞানের প্রশ্ন কার জন্য কেমন হল। দেখে নেওয়া যাক, কী বলছেন শিক্ষকরা।
শিক্ষকদের রিভিউ
হিন্দুস্তান বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র হাই স্কুল ফর বয়েজ (গভ. স্পনসর্ড)-এর সহ শিক্ষক অনুশ্রী ছাতাইতের সঙ্গে। তিনি বলেন, ‘এবারের প্রশ্ন মোটের উপর ঠিকঠাক এসেছে। কয়েকটি প্রশ্ন একটু ঘুরিয়ে এসেছে। কিন্তু সেগুলি বাদ দিলে, বাকি প্রশ্ন ঠিকঠাকই আছে। খুব একটা সমস্যা হওয়ার কথায় নয়।’
বিজ্ঞানের শিক্ষিকা সৌমিতা ঘোষের মতে, ‘প্রথমত, প্রশ্নপত্র খুব একটা কঠিন ছিল না। বিশেষ করে বিভাগ ক এবং বিভাগ খ সোজা ছিল। বিভাগ গ ও বিভাগ ঘ-তে কিছু প্রশ্ন অ্যানালিটিক্যাল ছিল, বুদ্ধি দিয়ে যেগুলোর উত্তর করতে হত। আর গাণিতিক প্রশ্ন ছিল। দ্বিতীয়ত, যে সব পরীক্ষার্থীরা ভালো করে টেক্সট বই পড়েছে, পাশাপাশি রেফারেন্স বইও খুঁটিয়ে পড়েছে, তাদের জন্য পেপারটা সহজ।’
আচার্য প্রফুল্লচন্দ্র হাই স্কুল ফর বয়েজ (গভ. স্পনসর্ড)-এর সহ শিক্ষক ঈশিতা ঘোষের মতে, ‘২০ মার্কস মতো কঠিন এসেছে এবারের পরীক্ষায়। তবে যেহেতু সেখানে ‘or’ দিয়ে অন্য প্রশ্ন আছে, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের খুব একটা অসুবিধা হবে না। ভালো ছেলেমেয়েরা ৬০ শতাংশ নম্বর তো সহজেই পেয়ে যাবে।’
বিশেষজ্ঞদের মতে, এবারের পরীক্ষার আগে স্কুলের শিক্ষকরা পড়ুয়াদের যেমন সাজেশন দিয়েছিলেন, প্রশ্নপত্র মোটামুটি তার কাছাকাছিই এসেছে। খুব একটা এদিক ওদিক হয়নি। তাই যে সব পরীক্ষার্থীরা সাজেশন অনুসরণ করেছে, তাদের জন্যও ভালো হবে পরীক্ষা। আর যারা মন দিয়ে ভৌতবিজ্ঞান পড়েছে, তাদের কোনও সমস্যা হওয়ারই কথা নয়। সেই সব পরীক্ষার্থীরা ভালো নম্বর তুলতে পারবে বলেই আশা বিশেষজ্ঞদের।
কেমন নম্বর উঠতে পারে এবার
অনুশ্রী ছাতাইতের মতে, এই প্রশ্নপত্র থেকে ভালো নম্বরই ওঠার কথা। বিশেষ করে যারা ভালো করে পড়াশোনা করেছে, সেই সব পরীক্ষার্থীরা খুব ভালো ফল করতে পারে।
সৌমিতা ঘোষের কথায়, ‘যদি ওভারঅল বলতে হয়, ভালো স্টুডেন্টরা তো ৯৫-র বেশি পাবেই, মোটামুটি ভালো পড়ুয়ারা ৭০ কিংবা ৮০ নম্বর পাওয়ার মতোই প্রশ্ন হয়েছে। প্রত্যেক বিভাগেই সব চ্যাপ্টার থেকে সমান প্রশ্ন এসেছে।’
ঈশিতা ঘোষের বক্তব্য, ‘এই প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের ফেল করার কথা নয়। বেশির ভাগ পরীক্ষার্থীই পাশ করবে। তবে খুব ভালো নয় যারা, তাদের পক্ষে লেটার মার্কস তোলা একটু কঠিন।’
বিশেষজ্ঞদের কথা থেকে পরিষ্কার, এবারের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রে ভালো নম্বরই উঠবে। যেহেতু প্রশ্নে বিশেষ মারপ্যাঁচ নেই, তাই ৯০ শতাংশের উপর নম্বর বহু পড়ুয়াই পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর যে প্রশ্নগুলি একটু ঘোরানো হয়েছে, সেগুলির সঙ্গে অন্য অপশন হিসাবে সহজ প্রশ্ন রয়েছে, তাই সেগুলি না পারলেও ছাত্রছাত্রীদের খুব একটা অসুবিধা হবে না।
কী বলছে পড়ুয়ারা
এক বেসরকারি চ্যানেলের চরফে দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলের ছাত্রীদের পরীক্ষা শেষে জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্নপত্র সম্পর্কে। ছাত্রীদের মধ্যে একজন জানায়, প্রশ্ন মোটের উপর সহজ হয়েছে। তাই ভালো নম্বর উঠতে পারে বলেই আশা। অন্য এক ছাত্রীর কথায়, ‘সাজেশন যেমন দেওয়া হয়েছিল, মোটামুটি প্রশ্নও সেই সব জায়গা থেকেই এসেছে। পরীক্ষা ভালো হয়েছে।’ তবে অন্য ছাত্রীর কথায়, কিছু অঙ্ক কঠিন লেগেছে। বাদ বাকি ভালোই হয়েছে।