নিট (স্নাতকোত্তর) কাউন্সেলিং প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করা হবে না। স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।সেইসঙ্গে শীর্ষ আদালত বলেছে, 'আমরা পড়ুয়াদের বিপদে ফেলতে পারি না।'
সোমবার এক আইনজীবী নিট (স্নাতকোত্তর) সংক্রান্ত একটি বিষয় উত্থাপন করলে মৌখিকভাবে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে বলেছে, 'আমরা হস্তক্ষেপ করব না। নিট স্নাতকোত্তরের কাউন্সেলিং (নির্দিষ্ট সূচি মোতাবেক) হোক। এটা আর থমকে দেবেন না। আমরা পড়ুয়াদের বিপদের মুখে ঠেলে দিতে পারি না।'
কী নিয়ে মামলা দায়ের হয়েছিল?
NEET PG-র অ্যানসার কি এবং প্রশ্নপত্র প্রকাশ না করার যে সিদ্ধান্ত নিয়েছিল, ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সস, তার বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীদের অভিযোগ ছিল, যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে প্রচুর গড়মিল আছে। তা সত্ত্বেও ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সস পুনর্মূল্যায়নের পথে হাঁটছে না বলে অভিযোগ তোলেন চিকিৎসকরা।