পড়ুয়াদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী এখন সেই নম্বর বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হচ্ছে শিক্ষকদের। আর সেই নম্বর আপলোড করতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন শিক্ষকরা। তার কারণ ঠিকমতো খুলছে না ওই পোর্টাল, আবার পোর্টাল খুললেও পড়ুয়াদের নম্বর বসানো যাচ্ছে না। আর তারফলে চরম বিড়ম্বনায় পড়েছেন শিক্ষকরা। কারণ বেশ কয়েক মাস হল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়েছে। অনেকটা সময় কেটে গিয়েছে। এই অবস্থায় নম্বর দ্রুত আপলোড না করতে পারলে সে ক্ষেত্রে আগামী দিনে সমস্যা হতে পারে।
আরও পড়ুন: ‘স্কুলগুলিকে বাঁচানোর চেষ্টা হোক’, শিক্ষা দফতরকে পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট
শিক্ষা পোর্টালে সমস্যা এই প্রথম নয়, গত বছরও একইভাবে সমস্যা দেখা দিয়েছিল। যার ফলে শিক্ষকদের সারাদিন এর জন্য বসে থাকতে হত। কিন্তু, পোর্টালের কোনও কাজ করতে পারেননি। এবারও একই সমস্যা দেখা দেওয়ায় শিক্ষা দফতরের তরফে এ বিষয়ে কেন পদক্ষেপ করা হচ্ছে না তাই নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা। তাদের বক্তব্য, কলকাতা থেকে শুরু করে জেলার শিক্ষা পোর্টালগুলিতে এরকম ভাবেই সমস্যা দেখা দিচ্ছে। পোর্টাল খুলতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে অথচ কাজ হচ্ছে না। তা নিয়ে রীতিমত ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ।
এ বিষয়ে কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, পড়ুয়াদের নম্বর আপলোড করতে গিয়ে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর আপলোড করতে গিয়েও একই সমস্যায় পড়তে হয়েছিল। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রেও সেই সমস্যা হচ্ছে। পুজোর পরে আবার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হতে চলেছে। এই তিনটে মিলিয়ে পড়ুয়াদের সামগ্রিক রেজাল্ট তৈরি হবে। কিন্তু, নম্বর আপলোড না হওয়ায় কীভাবে বাকি কাজ হবে তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষকরা।
তাঁদের বক্তব্য, এভাবে পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর আপলোড করতে না পারার ফলে কাজ জমে যাচ্ছে। শিক্ষকদের একাংশের বক্তব্য, রাতের দিকে পোর্টাল খুললেও কিছু সময়ের মধ্যে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় পোর্টালে কোনও কাজ করা যাচ্ছে না। সে ক্ষেত্রে পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর আপলোড করতে না পারলে পড়ুয়াদের হাতে লেখা মার্কশিট দিতে হবে বলে মনে করছেন শিক্ষকদের একাংশ।
এ বিষয়ে শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, এই নম্বর আপলোড করার পরে কম্পিউটারে মার্কশিট তৈরি করা হয়। কিন্তু, তা না হলে হাতে লেখা মার্কশিট দিতে হবে। শিক্ষা দফতরের পক্ষে এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে এই পোর্টালে পড়ুয়াদের আধার আপলোডের কাজ চলছে। তবে প্রযুক্তিগত কোনও সমস্যা থাকলে দ্রুত তার সমাধান করা হবে।