ভালোবেসে নিউজিল্যান্ড নিবাসী শাক্য বোসকে বিয়ে করেছিলেন শোলাঙ্কি। কিন্তু দাম্পত্য সুখের হয়নি। দুজনের পেশার ভৌগোলিক দূরত্বই হয়ত তাঁদের একসঙ্গে ঘর বাঁধার মূল অন্তরায় হয়ে দাঁড়ায়। শোলাঙ্কির বিচ্ছেদ নিয়ে অনেকদিন ধরেই চাপা গুঞ্জন শোনা গিয়েছে, তবে মাস দুয়েক আগেই ডিভোর্সে জল্পনায় সিলমোহর দেন অভিনেত্রী।
শোলাঙ্কি স্পষ্ট বলেন, ‘হ্যাঁ, ২০২৩ সালে আমার ডিভোর্স হয়ে গেছে’। যদিও ডিভোর্সে সিলমোহর পড়ার আগে থেকেই শোলাঙ্কির সঙ্গে অভিনেতা সোহম মজুমদারের প্রেমের জল্পনা তুঙ্গে। ‘গাঁটছড়া’ থেকে সরে দাঁড়ানোর পর শোলাঙ্কি এখন মুম্বইনিবাসী। প্রেমিকের টানেই নাকি মায়ানগরীতে শোলাঙ্কি, এমনটাই দাবি নিন্দকদের। এতদিন প্রেমের চর্চা উঠলে নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন দুজনে।
শোবিজ জগতের তারকাদের মুখে ‘আমরা ভালো বন্ধু’ এই লাইনটা শুনে শুনে কান পচে গিয়েছে সাংবাদিক থেকে দর্শককুলের। কিন্তু এবার যেন সম্পর্ক থেকে ধীরে ধীরে পর্দা সারাচ্ছেন সোহম-শোলাঙ্কি। মুম্বইয়ে জুহুর একটি প্রেক্ষাগৃহে সোহমকে পাশে নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ দেখলেন ছোটপর্দার খড়ি। হাসিমুখে ছবিও তুললেন দুজনে। তবে কি প্রেমে ইস্তেহার দিলেন শোলাঙ্কি-সোহম?
কলকাতার গরমে প্রাণ হাঁসফাঁস করছে, মুম্বইয়ে অবশ্য আবহাওয়া মোটের উপর মনোরম। সোহমকে এদিন দেখা গেল পছন্দের কালো পাঞ্জাবিতে। শোলাঙ্কির পরনে উজ্জ্বল হলুদরঙা টিউব টপ আর ডেনিম। সদ্য ছোট ছোট করে চুল ছেঁটে ফেলেছেন শোলাঙ্কি, নতুন লুকে ভারী মানাচ্ছে নায়িকাকে। কান পাতলে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে, মুম্বইয়ে নাকি আপতত একত্রবাসে রয়েছেন সোহম-শোলাঙ্কি।
চলতি মাসের শুরুতেই ছিল সোহমের জন্মদিন। চর্চিত প্রেমিকের জন্মদিনে আদুরে শুভেচ্ছা বার্তা লেখেন শোলাঙ্কি। ‘এই দিনটা বারবার ফিরে আসুক। এভাবেই সবচেয়ে বোকা, মূর্খ এবং দয়ালু ব্যক্তি থেকে যাও এবং নিজের ভিতরে থাকা শিশুটিকে কখনোই বড় হতে দিও না!’ শোলাঙ্কি এরপর যোগ করেন, ‘তুমি যে কতটা পিসেমশাই, সেটা আর নাই বা বললাম জন্মদিনে। এই দিনটি এবং আগামী বছরের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা!’
শোলাঙ্কির আদুরে বার্তার জবাবে সোহম তাঁকে ‘মাসিমা’ তকমা দেন। কিছুদিন আগে শোলাঙ্কি জানিয়েছেন, ‘সোহম আমার খালি ভালো বন্ধু হয়। আমার কোনও স্পেশ্যাল ফ্রেন্ড নেই’। ওদিকে শোলাঙ্কির সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে মাস কয়েক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা সোহম জানিয়েছিলেন, ‘আমি জানি, আমি একজন পাবলিক ফিগার, তাই আমি এগুলো আটকাতে পারব না। মানুষের আমার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল থাকবেই। সেটা নিয়ে আমি বেশি কথা বলতে পারব না, তবে আমি এই ব্যাপারগুলো নিয়ে পাত্তা না দিতেই জবাব দিতে চাই।’