বাংলা নিউজ > কর্মখালি > Nursing jobs in Bengal: প্রায় ৬ হাজার স্টাফ নার্স নিয়োগ! বাকি আর মাত্র কয়েকদিন

Nursing jobs in Bengal: প্রায় ৬ হাজার স্টাফ নার্স নিয়োগ! বাকি আর মাত্র কয়েকদিন

পশ্চিমবঙ্গে প্রায় ৬,০০০ পুরুষ ও মহিলা নার্স শূন্যপদে নিয়োগ হতে চলেছেন।

মেনশন করুন, শেয়ার করুন আপনার নার্সিং পড়ুয়া বন্ধুদের সঙ্গে।

স্বাস্থ্য দপ্তরের অধীনে প্রায় ৪ হাজার স্টাফ নার্স নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। প্রশিক্ষিত পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বর্তমানে নার্সিং একটি অতি জনপ্রিয় পেশাদার কেরিয়ার অপশন। বিশেষত রাজ্যে এখন বহু পড়ুয়া দ্বাদশের পর নার্সিং বেছে নেন। তাঁদের জন্য রাজ্যেই কাজ পাওয়ার এটি সুবর্ণ সুযোগ।

শূন্যপদের সংখ্যা

মোট ৬,১১৪টি।

পোস্ট বেসিক বিএসসি/বেসিক বিএসসি : ২১৪০ টি

জি.এন.এম কোর্স-

মহিলা স্টাফ নার্স : ৩৫৭৭

পুরুষ স্টাফ নার্স : ৩৯৭

মোট শূন্যপদ ৩৯৭৪টি।

এর পাশাপাশি ডিপ্লোমা এবং ট্রেনিং/সিএনই/পাবলিকেশন/অ্যাওয়ার্ড থাকতে পারে। আবশ্যিক নয়।

তবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে।

আবেদনকারীদের বয়সসীমা

আবেদনকারীর বয়স ২০ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। বয়স ১ জানুয়ারি ২০২১ তারিখ অনুযায়ী গণনা করা হবে।

বেতন

পে লেভেল ৯ অনুসারে প্রতি মাসে ২৯,৮০০ টাকা।

আবেদনের প্রথম ও শেষ তারিখ

৩ নভেম্বর ২০২১ থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর ২০২১ পর্যন্ত আবেদন চলবে। অর্থাত্ হাতে আর মাত্র ২ দিন। 

আবেদন করবেন কীভাবে?

পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে। ওয়েবসাইটের লিঙ্ক : www.wbhrb.in

এই ওয়েবসাইটেই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন।

বন্ধ করুন