কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৩,৭৩৪টি শূন্যপদ পূরণ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (wbpolice.gov.in), পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (prb.wb.gov.in), এবং কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের (kolkatapolice.gov.in) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। যে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৯ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে।
(কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে ক্লিক করুন এখানে)
কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হবে?
১) পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে (wbpolice.gov.in) যেতে হবে।
২) হোমপেজের উপরের দিকে 'Recruitment' ট্যাব আছে। সেখানে ক্লিক করলে আরও একটি 'Recruitment' দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।
৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে ফের একটি ‘Recruitment’ আছে। ঠিক নীচেই ‘Recruitment to the post of Constables/Lady Constables in Kolkata Police 2024’ রয়েছে। পাশেই আছে 'Get Details'। তাতে ক্লিক করতে হবে।
৪) নয়া পেজ খুলে যাবে। ‘Recruitment to the post of Constables/Lady Constables in Kolkata Police 2024’-র নীচেই আছে ‘Fill up application form online’। সেটার পাশে যে ‘Get Details’ আছে, তাতে ক্লিক করতে হবে।
৫) তাহলে ফের একটি নয়া পেজ খুলে যাবে। সেখান থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৬) ওই নতুন পেজের বাঁ-দিকে ‘On-Going Recruitment’ আছে। সেটার নীচেই আছে ‘The Post of Constables/Lady Constables in KP 2024’।
৭) ফের একটি নতুন পেজ খুলে যাবে। ‘The Post of Constables/Lady Constables in KP 2024’-র নীচেই আবেদনের জায়গা পাবেন। ‘Apply Online’-এ ক্লিক করতে হবে।
৮) একটি নতুন পেজ খুলে যাবে। যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে, তাহলে ‘লগইন’ করতে হবে। আর অ্যাকাউন্ট না থাকলে পেজের ডানদিকে 'Are you a new user?'-র নীচে থাকা ‘Sign Up’-তে ক্লিক করতে হবে প্রার্থীদের।
৯) নতুন একটি পেজ খুলে যাবে। নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর, ইউজারনেম ও পাসওয়ার্ড সাইন-আপ করতে হবে। তাহলেই আপনার ফোন এবং ইমেল আইডিতে ওটিপি যাবে। নির্দিষ্ট জায়গায় সেই ওটিপি দিয়ে 'Verify OTP'-তে ক্লিক করতে হবে। সঠিক ওটিপি দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে।
১০) এবার ‘Login’-র জায়গা পাবেন। তাতে ক্লিক করতে হবে। তাহলে একটি নতুন পেজ খুলে যাবে। ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তাহলে অনলাইনে আবেদনপত্র খুলে যাবে।
১১) প্রথমে ব্যক্তিগত তথ্য দিতে হবে। দিতে হবে যাবতীয় তথ্য। তারপর শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। পরবর্তী ধাপে আপলোড করতে হবে ছবি ও স্বাক্ষর। শেষে টাকা জমা দিলে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে।
কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন – ক্লিক করুন এখানে