প্রায় ৬,৭০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। ফেব্রুয়ারির শেষলগ্নে এসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলিগুড়ি মহকুমা পরিষদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে পঞ্চায়েতের তিনটি স্তরেই নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা হল ৬,৬৫২। শুধু তাই নয়, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই আরও ১,০০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যে প্রায় ১,০০০ ফায়ার অপারেটরকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। যে নিয়োগের সিদ্ধান্তে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা।
রাজ্য সরকারের পঞ্চায়েত স্তরে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই সিদ্ধান্তেও আগে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল। গত মাসেই সেই অনুমোদন পড়ে গিয়েছিল। প্রায় মাসদেড়েক আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হল। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, নিয়োগ দুর্নীতির অভিযোগ যখন জর্জরিত রাজ্য সরকার, তখন জোরকদমে রাজ্য সরকারের বিভিন্ন শূন্যপদ পূরণের চেষ্টা করা হচ্ছে। লোকসভা ভোটের আগেই সেইসব নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
উল্লেখ্য, বুধবারই কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৩,৮০০ জনকে নিয়োগ করা হবে। আগামী ১ মার্চ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইনস্পেক্টর (এসআই) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। রাজ্যের মোট ২০২টি থানায় (সাধারণ থানা, বড় থানা এবং সাইবার ক্রাইম থানা মিলিয়ে ২০২টি) ৫২৯টি নয়া সাব-ইনস্পেক্টর শূন্যপদ তৈরি করেছে রাজ্য সরকার। সেই পদেই নিয়োগ করা হবে।
শুধু তাই নয়, বেসরকারি ক্ষেত্রেও যাতে কর্মসংস্থান তৈরি হয়, সেটার উপর জোর দিচ্ছে মমতা সরকার। মঙ্গলবার পুরুলিয়ার রঘুনাথপুরে ইস্পাত কারখানার উদ্বোধন করেন। ৪,৫০০ কোটি টাকার ইস্পাত কারখানার প্রথম দফায় ১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। পুরো কাজ শেষ হয়ে গেলে ৮,০০০ কর্মসংস্থান তৈরি হবে বলে ওই ইস্পাত সংস্থার তরফে জানানো হয়েছে। যা পুরুলিয়ার যুবক-যুবতীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।