সোমবার ইনফোসিসের শেয়ারের দাম প্রায় ১.০৬% বৃদ্ধি পে... more
সোমবার ইনফোসিসের শেয়ারের দাম প্রায় ১.০৬% বৃদ্ধি পেয়েছে। বর্তমান শেয়ার দর ১,২৫৮.৪০ টাকা। শেয়ার বরাদ্দের পর সংস্থার ইস্যু করা এবং সাবস্ক্রাইব করা শেয়ার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ২০,৭৪,৯৩,৭৩,৪৬০ টাকা। অর্থাত্, ৫ টাকা করে প্রতি শেয়ার বৃদ্ধি পেয়েছে।
1/5কর্মীদের স্টক অপশন হিসাবে ৫,১১,৮৬২টি শেয়ার বরাদ্দ করেছে ইনফোসিস লিমিটেড। রবিবার এক স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ের মাধ্যমে এমনটাই জানিয়েছে সংস্থা। দু'টি ভিন্ন প্ল্যানের অধীনে এই শেয়ার ভাগ করা হচ্ছে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/5সোমবার ইনফোসিসের শেয়ারের দাম প্রায় ১.০৬% বৃদ্ধি পেয়েছে। বর্তমান শেয়ার দর ১,২৫৮.৪০ টাকা। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5শেয়ার বরাদ্দের পর সংস্থার ইস্যু করা এবং সাবস্ক্রাইব করা শেয়ার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ২০,৭৪,৯৩,৭৩,৪৬০ টাকা। অর্থাত্, ৫ টাকা করে প্রতি শেয়ার বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: পিটিআই (Reuters)
4/5চলতি বছরে ইনফোসিসের শেয়ার ১৭.৪৩% হ্রাস পেয়েছে। ২০২২ সালের ২ জানুয়ারি ইনফোসিসের শেয়ার দর ছিল ১,৫২৪ টাকা। ফাইল ছবি: গুগল ফাইন্যান্স (Reuters)