প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য এবছরও অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা। এর আগে গতবছর প্রথমবারের মতো টেট পরীক্ষার জন্য পাঠ্যক্রম প্রকাশ করেছিল পর্ষদ। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখল পর্ষদ। সঙ্গে মডেল প্রশ্নপ্র এবং গাইডলাইনও প্রকাশ করেছে পর্ষদ। উল্লেখ্য, এবছরের টেট পরীক্ষা হতে চলেছে আগামী ১০ ডিসেম্বর। এই আবহে পুজোর আগেই একটি বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা। মোট ১৫০ নম্বরে হবে এবারের টেট পরীক্ষা। ২০২৩ সালের টেট পরীক্ষায় ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে। আর পরীক্ষার্থী কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন।
এবারের পরীক্ষায় চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, প্রথম ভাষা (বাংলা, হিন্দি, ওড়িয়া, তেলুগু, সাঁওতালি এবং উর্দু), দ্বিতীয় ভাষা - ইংরেজি, গণিত ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের ওপরে প্রশ্ন করা হবে। এর জন্য মডেল প্রশ্নপত্র ও পাঠ্যক্রম প্রকাশ করেছে পর্ষদ। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বিষয়ে পেডাগজির উপাদান, প্রাথমিক স্তরে শিক্ষণের নীতির ওপর প্রশ্ন করা হবে। এদিকে প্রথম এবং দ্বিতীয় ভাষার পরীক্ষায় থাকবে গদ্যাংশ এবং কবিতাংশ থেকে সঠিক উত্তর বেছে নেওয়ার প্রশ্ন। এছাড়া গণিতে থাকবে জ্যামিতি, যোগ-বিয়োগ, গুণ-ভাগ, সময়, দৈর্ঘ্য-প্রস্থ সংক্রান্ত প্রশ্ন। পরীক্ষা সংক্রান্ত মডেল উত্তরপত্র এবং কোন বিভাগে কত নম্বর থাকবে তা ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
মডেল প্রশ্নপত্র (৩ নম্বর পাতা থেকে) দেখুন এখানে:
মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকবে প্রশ্নপত্রে। প্রতিটি প্রশ্নের জন্যেই চারটি করে বিকল্প থাকবে। তার মধ্যে থেকে সঠিক জবাব বেছে সেই সিরিয়াল নম্বরটি দাগিয়ে দিতে হবে ওএমআর শিটে। এদিকে এবারের পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কস থাকবে না। ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, গণিত ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র থাকবে বাংলা ও ইংরেজি ভাষায়। প্রসঙ্গত, এবারের টেটের আবেদন গ্রহণ শুরু হয় ১৪ সেপ্টেম্বর থেকে। ৪ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এবছর টেটে আবেদনকারীর সংখ্যা গত বছরের তুলনায় ৫০ শতাংশ কমে গিয়েছে। উল্লেখ্য, গত বছর টেটে আবেদনকারী সংখ্যা ছিল প্রায় সাত লক্ষ। আর এ বছর তা কমে হয়েছে ৩ লক্ষ ১০ হাজার।
এদিকে হাতঘড়ি, সানগ্লাস, সোনার গয়না, পেন ড্রাইভ, প্লাস্টিকের ব্যাগ, ক্যালকুলেটর, পেনসিল বক্স নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। মোবাইল, ব্লুটুথ সেট, ওয়ালেট, কার্ডবোর্ডও নিয়ে যাওয়া যাবে না। মূলত অ্যাডমিট কার্ড, পেন ছাড়া কোনও কিছু নিয়েই হলে ঢোকা যাবে না। এদিকে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস বা স্ন্যাক্স জাতীয় কোনও খাবার নিয়ে হলে ঢোকা যবে না। পরীক্ষকের অনুমতি ছাড়া পরীক্ষার্থী নিজের জায়গাও ছাড়তে পারবেন না।