প্রকাশিত হয়ে গিয়েছে SBI PO ২০২৩ পরীক্ষার চূড়ান্ত ফলাফল। যে পরীক্ষার্থীরা গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন, তাঁরা এই পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখে নিতে পারেন। এই পরীক্ষার ফলাফল সদ্য সোমবারই প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল জানতে পারবেন https://sbi.co.in/ লিঙ্কে ক্লিক করে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগের ক্ষেত্রে পিও পদে নিযুক্তি ঘিরে এই পরীক্ষা গত বছরই হয়েছিল। পরীক্ষার সাইকোম্যাট্রিক টেস্ট ও ইন্টারভিউ এবং গ্রুপ এক্সারসাইজ পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই টেস্টগুলি সম্পন্ন হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষার প্রিলিমিনারি পর্ব পাশ করেছেন, তাঁরা পরবর্তী পর্বে অংশগ্রহণ করতে পারেন পরীক্ষার নিয়ম অনুযায়ী। প্রিলিমিনারি পর্বের পর থাকে মেইনস পর্ব। যে সমস্ত পরীক্ষার্থীরা প্রিলিমিনারি ও মেইনস পর্ব পাশ করে গিয়েছেন, তাঁরা বসতে পারেন এসবিআইয়ের এই ইন্টারভিউতে। সঙ্গে থাকে গ্রুপ এক্সারসাইজ। এসবিআই পিও ২০২৩ এর ফাইনাল ফলাফল জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট sbi.co.in এ গিয়ে ক্লিক করতে হবে। একটি ডিরেক্ট লিঙ্ক থেকে এই পরীক্ষার ফলাফলের তালিকা দেখা যায়। একই সঙ্গে দেখে নিন ওই লিঙ্ক থেকে কীভাবে ডাউনলোড করা যাবে পরীক্ষার ফলাফল। প্রতিটি ধাপ পর পর রইল।
(Modi gets emotional in Rally Video: ভাষণের মাঝে হঠাৎ আবেগঘন মোদী! মনে পড়ল কোন বিজেপি নেতার কথা? )
রেজাল্ট ডাউনলোড করার পদ্ধতি
এসবিআই পিও পরীক্ষার ফলাফল জানতে প্রথমেই sbi.co.in এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর যেতে হবে ওয়েবসাইটের হোম পেজ-এ। এরপর প্রবেশনারি অফিসার বা পিওর পরীক্ষার ফলাফলের লিঙ্ক সামনে আসবে। তাতে করতে হবে ক্লিক। এখানেই শেষ নয়। এরপর আসবে একটি পিডিএফ। সেই পিডিএফের স্ক্রিনে খুলে যেতেই, পরীক্ষার্থীকে তাঁর রোল নম্বর ও নাম দেখে নিয়ে তালিকা দেখে নিতে হবে। এই তালিকাকে পরীক্ষায় উত্তীর্ণদের নাম রয়েছে। এরপর ওই পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। ওই পিডিএফ মূলত ডাউনলোড করা হয়, যাতে পরবর্তী ক্ষেত্রে কোনও রেফারেন্সের জন্য ব্যবহার করা যায়।
উল্লেখ্য, মোট ২০০০ প্রবেশনারি অফিসার পদে রয়েছে এসবিআইতে শূন্যপদ। সেই পদ পূরণের জন্যই এই উদ্যোগ। এসবিআই পিও পদের নিয়োগের পরীক্ষা হয়েছে গত ৫ ডিসেম্বর। তারপর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে জানুয়ারি মাসে। পরে জানুয়ারি মাসেই পরবর্তী ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার সেই পরীক্ষার ফলাফল হল প্রকাশিত।