বাংলা নিউজ >
দেখতেই হবে >
Modi gets emotional in Rally Video: ভাষণের মাঝে হঠাৎ আবেগঘন মোদী! মনে পড়ল কোন বিজেপি নেতার কথা?
Updated: 19 Mar 2024, 07:32 PM IST
Sritama Mitra
মঙ্গলবার তামিলনাড়ুর সেলামে এক জনসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় বক্তব্য় রাখতে গিয়ে কথা প্রসঙ্গে উঠে আসে তামিলনাড়ুর একাধিক প্রাক্তন বিজেপি নেতার কথা। সেখানে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক 'অডিটর' বি রমেশের কথা মনে পড়ে যায় নরেন্দ্র মোদীর। তাঁর কথা স্মরণ করেই ভাষণের মাঝে আবেগঘন হয়ে পড়েন মোদী। উল্লেখ্য, ২০১৩ সালে মৃত্যু হয় রমেশের।