UGC NET 2023: আপাতত ২০২২ সালের ডিসেম্বর সেশনের UGC NET পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৭ জানুয়ারি সেই প্রক্রিয়া চলবে। তারইমধ্যে বড় নিয়ম পরিবর্তন করা হল। কী নিয়ম পরিবর্তন করা হল, কারা সুবিধা পাবেন, তা দেখে নিন -
1/5UGC NET পরীক্ষা নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। জুনিয়র রিসার্চ ফেলোশিপের (JRF) ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমায় হেরফের করা হল। যাঁরা UGC NET-র ২০২২ সালের ডিসেম্বর সেশনের পরীক্ষা দেবেন, তাঁরা সেই সুবিধা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের আর্জির ভিত্তিতে জুনিয়র রিসার্চ ফেলোশিপের (JRF) জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের বয়সের সর্বোচ্চসীমা হিসাব করা হবে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারির ভিত্তিতে। যা আগে ছিল ২০২২ সালের ১ ডিসেম্বর। অর্থাৎ তিন মাস বাড়ানো হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5ইতিমধ্যে UGC NET-র ২০২২ সালের ডিসেম্বর সেশনের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত বছরের ২৯ ডিসেম্বর থেকে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। সেদিন বিকেল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। আগামী ১৮ জানুয়ারি রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত অনলাইনে টাকা জমা দেওয়া যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে অমল কেএস/হিন্দুস্তান টাইমস)
4/5কোন শহরে পরীক্ষা পড়েছে, তা কবে থেকে জানা যাবে? UGC NET-র আয়োজক সংস্থা এনটিএয়ের তরফে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষাকেন্দ্রের শহরের ঘোষণা করা হবে। তারপর প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)
5/5আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে UGC NET-র ২০২২ সালের ডিসেম্বর সেশনের পরীক্ষা হবে। সেজন্য ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অ্যাডমিট কার্ড প্রকাশিত হতে পারে। ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in এবং www.nta.ac.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)