চাকরির বাজারে এবার বড় খবর। বেকারদের জন্য় এবার স্বস্তির খবর। রাজ্যের একটি পুরসভাতে চাকরির সুযোগ একেবারে হাতের মুঠোতে। সবথেকে বড় কথা এখানে লিখিত পরীক্ষার কোনও ব্যাপার নেই। কেবলমাত্র ইন্টারভিউতে পাশ করলেই হবে। এক্ষেত্রে আর কোনও পরীক্ষা দিতে হবে না। তাতেই হাতেগরম চাকরি মিলবে। ভাটপাড়া পুরসভার তরফ থেকে এব্যাপারে নোটিশ জারি করা হয়েছে। সেখানেই কর্মখালির কথা উল্লেখ করা হয়েছে। সেই অনুসারে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
তবে ভাটপাড়াতে চাকরি মানে আপনাকে ভাটপাড়া পুরসভার বাসিন্দা হতে হবে এমনটা নয়। রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই আপনি আবেদন করতে পারেন। আপনার আবেদন গ্রাহ্য করবে পুরসভা।
ভাটপাড়া পুরসভার মেইন অফিসে ওয়াক ইন ইন্টারভিউ হবে। সেখানে ২১ অগস্ট দুুপুর ২টোর সময় সব নথিপত্র নিয়ে আপনাকে হাজির থাকতে হবে। তবে এব্যাপারে পুরসভার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে বিষয়টি যাচাই করে নিন আগাম। 2581-2082 এই নম্বরে ফোন করে বা পুরসভার সঙ্গে যোগাযোগ করে কর্মখালি সংক্রান্ত নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য় জেনে তারপর আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
মূলত চারটি পদে এখানে নিয়োগ করা হবে।
১) পার্ট টাইম মেডিক্যাল অফিসার। ন্যাশানাল আর্বান হেল্থ মিশনের আওতায় তাঁদেরকে কাজ করতে হবে।
২) পার্ট টাইম ভিজিটিং স্পেশালিস্ট যেমন ডার্মাটোলজিস্ট, অর্থোপেডিক সার্জেন, গাইনেকোলজিস্ট। সুডার আওতায় তাঁদের কাজ করতে হবে।
৩) জিএনএম নার্স
৪) এমও মেটারনিটি।
চিকিৎসক পদে জন্য এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
অন্যদিকে জিএনএম নার্স পদে চাকরির চাহিদা যথেষ্ট থাকে। এক্ষেত্রে এখানে পদ রয়েছে ৩টি। সেই তিনটি পদের জন্য উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাকে জিএনএম পাশ করতে হবে। যেকোনও স্বীকৃতি নার্সিং কলেজ থেকে তাকে পাশ করতে হবে। এক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে কাজের অগ্রাধিকার পাবেন।