বাংলা নিউজ > কর্মখালি > WB Police Jobs: পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা, আজ থেকেই মিলছে সুযোগ, চলবে কয়েকটা দিন

WB Police Jobs: পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা, আজ থেকেই মিলছে সুযোগ, চলবে কয়েকটা দিন

পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক @WBPolice)

পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করা হল।

গুরুত্বপূর্ণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড। পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা দফতরের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের আওতায় অগ্রগামী (পশ্চিমবঙ্গ সিভিল এমার্জেন্সি ফোর্স) এবং অগ্রগামী (ওয়াটার উইং সিভিল ডিফেন্স) পদে নিয়োগের লিখিত পরীক্ষার ‘অ্যানসার কি’ প্রকাশিত হল।

কোথা থেকে 'অ্যানসার কি' ডাউনলোড করতে পারবেন?

পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এবং ডিরেক্টরেট অফ সিভিল ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইট wbdmd.gov.in-তে প্রার্থীরা ‘অ্যানসার কি’ দেখতে পারবেন।

চাকরি সংক্রান্ত যাবতীয় খবরের জন্য চোখ রাখুন এখানে

কীভাবে 'অ্যানসার কি' ডাউনলোড করবেন?

১) পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in-তে যান।

২) 'Recruitment' ট্যাবের 'Recruitment'-তে ক্লিক করুন।

৩) ‘Recruitment of Agragami in WBCEF and WWCD in Civil Defence Organisation, WB, 2021’-র পাশে 'Get Details'-তে ক্লিক করুন।

৪) 'Answer key of of the written examination for Agragami in WBCEF and WWCD in Civil Defence Organisation'-র পাশে 'Get Details'-তে ক্লিক করতে হবে।

৫) তারপর আপনার 'অ্যানসার কি' দেখাবে।

৬) তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।

সেই ‘অ্যানসার কি’ নিয়ে কতদিন আবেদন জানানো যাবে?

যদি ‘অ্যানসার কি’ নিয়ে কোনও প্রার্থী কোনও বিষয় উত্থাপন করতে চান, তাহলে তাঁর হাতে সাতদিন আছে। যে সময়সীমা আজ (বৃহস্পতিবার, ২৪ মার্চ) থেকে শুরু হয়েছে।

‘অ্যানসার কি’ নিয়ে সমস্যা থাকলে কীভাবে জানাতে হবে?

প্রার্থীদের পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকে মেল করতে হবে। যে ‘অ্যানসার কি’ নিয়ে তাঁদের সমস্যা আছে, তা wbprb10@gmail.com-তে মেল করতে হবে বলে জানানো পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে।

বন্ধ করুন