অনিয়মের অভিযোগ উঠতেই পুলিশ নিয়োগ পরীক্ষা বাতিল করে দিল উত্তরপ্রদেশ সরকার। বড় সিদ্ধান্ত নিল যোগী সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ নিজে এক্স হ্যান্ডেলে এই পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছেন। তিনি এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, রিজার্ভ সিভিল পুলিশ নিয়োগের পরীক্ষা বাতিল করার নির্দেশ দেওয়া হচ্ছে। আগামী ৬ মাসের মধ্য়েই এই পরীক্ষার ফের আয়োজন করা হবে। জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতার সঙ্গে কোথাও কোনও আপোস করব না। যারা যুবকদের কঠিন পরিশ্রমের সঙ্গে খেলা করছেন তাদের কোনও পরিস্থিতিতেই ছাড়ব না। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেব। লিখেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। বলা ভালো নজির তৈরি করলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী।
একদিকে বাংলা জুড়ে নিয়োগ ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ। স্বজনপোষন, আর্থিক দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগ উঠেছে। তবে তারপরেও দেখা যায় অপরাধীদের আড়াল করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসকদল। এদিকে বাংলার একাধিক মন্ত্রী বর্তমানে জেল খাটছেন। দুর্নীতির ভয়াবহ অভিযোগ তাদের বিরুদ্ধে। সেই পরিস্থিতিতে কার্যত নজির তৈরি করে দিল উত্তরপ্রদেশ। অনিয়মের ইঙ্গিত পাওয়ার পরেই বাতিল করে দেওয়া হল পরীক্ষা। সেই সঙ্গে কড়া টুইট করেছেন সেই রাজ্যের মুখ্য়মন্ত্রী।
তিনি টুইট করে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। তারপরই কঠোরতম ব্যবস্থা নেয় উত্তরপ্রদেশ সরকার। কোথাও কোনও ঝুঁকি নিতে চায়নি ওই রাজ্যের সরকার। উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট এক্সাম ২০২৪ বাতিল করে দেওয়া হল। সেই সঙ্গেই তিনি জানিয়ে দিলেন আগামী ৬ মাসের মধ্য়ে একেবারে যথার্থভাবে এই পরীক্ষা হবে। এমনকী যুবকদের কঠিন পরিশ্রমের সঙ্গে যারা ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে ১৭ ফেব্রুয়ারি এই পরীক্ষা হয়েছিল উত্তরপ্রদেশে। কিন্তু UP Police Constable Recruitment Exam 2024- এর একটি পেপার সোস্য়াল মিডিয়ায় ঘুরছিল। সেই প্রশ্নপত্রটি ফাঁস হয়েছিল বলে অভিযোগ। তারপরই এই কঠোরতম সিদ্ধান্ত।