আইপিএল নিলামে অবিক্রিত থাকার ঠিক পরের দিনই বিশ্বসেরা হলেন ইংল্যান্ডের তারকা স্পিনার। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হয় আইপিএল ২০২৪-এর মিনি নিলাম। আন্তর্জাতিক বোলারদের পুলে আদিল রশিদের নাম উঠলেও কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। এমনকি ফিরতি নিলামেও দল পাননি তিনি।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে টি-২০ ব়্যাঙ্কিং তালিকা প্রকাশ করা হয়। আইসিসির সদ্য প্রকাশিত সেই ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি-২০ বোলার এখন আদিল রশিদ। অর্থাৎ, আইপিএল নিলামে উপেক্ষিত থাকার পরের দিনেই বিশ্বসেরা টি-২০ বোলারে পরিণত হন ব্রিটিশ স্পিনার।
উল্লেখ্য, আইপিএল নিলামে আদিল রশিদের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। সর্বোচ্চ বেস প্রাইসের বিভাগেই নিজের নাম নথিভুক্ত করান ব্রিটিশ স্পিনার। তবে তাঁর জন্য অন্তত ২ কোটি টাকা খরচ করতে রাজি হয়নি আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজিই।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে রশিদ সাকুল্যে ৫টি উইকেট সংগ্রহ করেন। তিনটি ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১১ রানে ২ উইকেট, ৩২ রানে ২ উইকেট ও ৩৫ রানে ১ উইকেট। এমন ধারাবাহিক পারফর্ম্যান্সের পুরস্কার হিসেবেই ব্যক্তিগত টি-২০ ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে এক নম্বরে উঠে আসেন ইংল্যান্ডের এই লেগ-স্পিনার।
আরও পড়ুন:- ICC Ranking: ফের ওয়ান ডে-র বিশ্বসেরা বাবর, গিলকে সরিয়ে পুনরুদ্ধার করলেন সিংহাসন
আদিল এক্ষেত্রে পিছনে ফেলে দেন আফগানিস্তানের রশিদ খান ও ভারতের রবি বিষ্ণোইকে। রশিদ টি-২০ বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে পিছলে যান। বিষ্ণোই নেমে যান তিন নম্বরে। আইসিসির টি-২০ বোলারদের প্রথম দশে থাকা আরও এক তারকা মঙ্গলবার আইপিএল নিলামে অবিক্রিত থাকেন। বিশ্বব়্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা ক্যারিবিয়ান তারকা আকিল হোসনও দল পাননি এবারের আইপিএল নিলামে। তাঁর বেস প্রাইস ছিল মোটে ৫০ লক্ষ টাকা।
টি-২০ বোলারদের প্রথম দশে রবি বিষ্ণোই ছাড়া ভারতের আর কোনও ক্রিকেটার নেই। টি-২০ ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ও দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম। বাবর আজম রয়েছেন ব্যাটারদের তালিকার চার নম্বরে। ভারতের রুতুরাজ গায়কোয়াড় রয়েছেন ৭ নম্বরে।
টি-২০ অল-রাউন্ডারদের প্রথম দশে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি অবস্থান করছেন চার নম্বরে। অল-রাউন্ডারদের প্রথম তিনে রয়েছেন যথাক্রমে বাংলাদেশের শাকিব আল হাসান, আফগানিস্তানের মহম্মদ নবি ও দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম।