ভারতের পেসার জসপ্রীত বুমরাহ হঠাৎ করেই ফিরে আসছেন ভারতে। জানা গিয়েছে, তিনি নাকি ব্যক্তিগত কারণে সোমবার নেপালের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারবেন না। কিন্তু তারকা পেসারের হঠাৎ হলটা কী?
কিছু দিন আগেই দীর্ঘ ১১ মাস পর চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন বুমরাহ। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কিন্তু বেশ ভালো ছন্দেও ছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক এবং বোলার হিসেবে তিনি নিজের যাবতীয় দায়িত্ব ভালো ভাবে পালন করেছেন। সেই সঙ্গে ভালো বল করার সুবাদে সিরিজের সেরাও নির্বাচিত হয়েছিলেন। এমন কী এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বল করার সুযোগ না পেলেও, ব্যাট হাতে নগুরুত্বপূর্ণ রান করেছিলেন। তবে হঠাৎ কী এমন ঘটল যে, তিনি মুম্বইতে ফিরে আসছেন?
আরও পড়ুন: NCA-তে রাহুলের ফিটনেস টেস্ট ৪ সেপ্টেম্বর,তার পরেই সম্ভবত WC-এর দল ঘোষণা- রিপোর্ট
ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও এখনও বুমরার দেশে ফেরা সম্পর্কে কিছু জানায়নি। তবে শুধু এটুকু জানা গিয়েছে, ব্যক্তিগত কারণের জন্যই তিনি নাকি বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়ে নিয়েছেন তারকা পেসার। তবে এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের সময়ে তাঁকে পাওয়া যাবে। শুধু নেপালের বিরুদ্ধে ম্যাচটি তিনি খেলবেন না।
বিভিন্ন সূত্র থেকে আবার এ কথাও শোনা যাচ্ছে, প্রথম বার বাবা হতে চলেছেন ভারতের তারকা পেসার। আর সেই কারণেই নাকি মাঝে ক’টা দিন ছুটি নিয়ে মুম্বইয়ে স্ত্রী এবং পরিবারের কাছে যাচ্ছেন তিনি। খুশির খবর সেলিব্রেট করার জন্য। ভারতীয় দল সুপার ফোরে কোয়ালিফাই করলেই, তিনি দলের সঙ্গে আবার যোগ দেবেন বলে খবর।
বুমরাহ দলে থাকা মানেই ভারতের শক্তি এক লাফে অনেকটা বেড়ে যাওয়া। যে কারণে সম্ভবত এশিয়া কাপের আগে প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, ‘জসপ্রীত এমন একজন বোলার, যাকে আমরা অনেক মিস করেছি, গত দুই বছরে ও খুব বেশি খেলতে পারেনি। আয়ারল্যান্ড সফরে ওই ওভারগুলো করতে পারাটা ওর জন্য ভালো ছিল। বিশ্বকাপের আগে ওকে গড়ে তুলতে আমাদের হাতে পুরো এক মাস সময় আছে।’
শনিবার বুমরাহের দিকে তাকিয়ে সকলে পুরো ভারতীয় ক্রিকেট মহল। তবে ইনিংসের বিরতির মাঝে বৃষ্টি শুরু হলে, শেষ পর্যন্ত আর পাকিস্তান ব্যাট করতেই নামেনি। দ্বিতীয় ইনিংসে একটি বলও খেলা হয়নি। তাই পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বল হাতে বুমরাহের পারফরম্যান্স দেখার আর সৌভাগ্য হয়নি। ভারত প্রথম ইনিংসে ২৬৬ রান করেছিল। বুমরাহ টেল এন্ডারে নেমে ১৪ বলে ১৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।