শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপে দুর্দান্ত কামব্যাক করেছে বাংলাদেশ সিনিয়র ক্রিকেট দল। ফলে এশিয়া কাপের অভিযানে এখনও টিকে রয়েছে শাকিব আল হাসান বাহিনী। প্রথম ম্যাচে পাল্লিকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাজেভাবে ম্যাচ হেরে যায় টাইগাররা। ম্যাচে পাঁচ উইকেটে তাদের হারতে হয়েছিল শ্রীলঙ্কার কাছে। ফলে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল মরণ বাঁচনের লড়াই। এই ম্যাচে হার মানেই শেষ হয়ে যেত বাংলাদেশের এশিয়া কাপের অভিযান। এমন আবহে খেলতে নেমে আফগানিস্তানের বিরুদ্ধে ৮৯ রানের বড় জয় তুলে নেয় টাইগার বাহিনী। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে বড় জয়ের পরে দলনায়ক শাকিব আল হাসান জানিয়েছেন সব বিভাগেই দল বেশ ভালো পারফরম্যান্স করেছে।
শাকিব আল হাসান দলের পেসারদের পারফরম্যান্সেও যথেষ্ট খুশি। যে পরিকল্পনা তাদের ছিল তা ২২ গজে কাজে লাগাতে পারায় অত্যন্ত খুশি শাকিব আল হাসান। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাকিব জানান, ‘আমরা ম্যাচ নিয়ে যা যা পরিকল্পনা করেছিলাম সবটাই সফল হয়েছে। আমরা ২২ গজে সঠিকভাবে তা কাজে লাগাতে পেরেছি। বিশেষ করে পেসাররা তাদের সেরাটা উজাড় করে দিয়েছে। এই উইকেটে কিন্তু বল করাটা মোটেও সহজ ছিল না। সব বিভাগেই এদিন আমরা খুব ভালো খেলেছি। ৫০ ওভার ধরে ফিল্ডিং করার পরে নেমে ব্যাট করাটা মোটেও সহজ কাজ ছিল না।’
শাকিব আরও যোগ করেন, ‘আমি একটাই কথা বলব যে আমরা খুব সৌভাগ্যবান। আমরা ম্যাচে টসে জেতার ফলে কাজটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল।’ মেহেদি হাসান মিরাজের শতরান সম্বন্ধে বলতে গিয়ে শাকিব বলেন, ‘টপ অর্ডারে অর্থাৎ ওপেনার হিসেবে খেলার সুযোগ পেয়েছিল মিরাজ। সেই সুযোগকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে ও। নিজেকে প্রমাণ করেছে ভালোভাবেই। আমাদের কোন সন্দেহই ছিল না মেহেদির ক্রিকেটার হিসেবে ক্ষমতা নিয়ে। আজকে আউটফিল্ডটা খুব ফাস্ট ছিল। বল গ্যাপে গেলেই বাউন্ডারি বাঁচানো খুব শক্ত হচ্ছিল।’ উল্লেখ্য এদিন বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৩৩৪/৫ রান করে। নাজমুল হাসান শান্ত ১০৪ এবং মেহেদি হাসান মিরাজ ১১২ রান করেন। জবাবে আফগানিস্তান মাত্র ২৪৫ রানে অলআউট হয়ে যায়। ফলে বাংলাদেশ ৮৯ রানের বড় ব্যবধানে জয় পায় টাইগাররা।