টলিপাড়ায় ফের বিয়ের সানাই। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আদৃত-কৌশাম্বি। আপাতত তাই টেলিপাড়ায় তাঁদের বিয়ে নিয়েই চর্চা চলছে। এদিনে শুরুর দিকে নিজেদের প্রেম, সম্পর্ক নিয়ে চুপ থাকলেও এখন মুখ খুলেছেন আদৃতের হবু বউ কৌশাম্বি। 'ফুলকি' শ্যুটিং চলাকালীনই নিজের বিয়ে নিয়ে নানান কথা শেয়ার করেছেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী।
৯ মে বিয়ে, কেনাকাটা কি শেষ? কৌশাম্বি এক সাক্ষাৎকারে জানিয়েছেন 'চলছে…'। বিয়ে নিয়ে কৌশাম্বি বলেন, ‘হ্য়াঁ, এক্সাইটেড তো বটেই। সে বিষয়টা নিজের মধ্যেই আছে। পুরো পরিবার এখন এই বিষয়টা নিয়ে ব্যস্ত। এতজন মানুষ এখন এই বিষয়টা নিয়ে জড়িত।’ এতদিনকার ভালোবাসার মানুষের সঙ্গে পরিণয়বদ্ধ হতে চলা, এই অনুভূতি নিয়ে কৌশাম্বি বলেন, ‘এটা একটা নতুন অভিজ্ঞতা। বিয়ের আগে এই যে সময়টা এখন বেশ ভালো অনুভব করতে পারছি। এর আগে সকলকে যখন নিজেদের বিয়ে নিয়ে এতকিছু বলতে দেখতাম, তখন ভাবতাম, বিয়ে তো কী হয়েছে! এখন ভাবছি নিজের মধ্যেও সেই একই অনুভূতি বিষয়গুলো চলছে। তো ফিঙ্গারস ক্রসড (হাসি)’।
কীভাবে বিয়েটা হচ্ছে? সেবিষয়ে কৌশাম্বি সাক্ষাৎকারে জানান, ‘বাঙালি মতেই বিয়েটা হচ্ছে।’ কৌশাম্বি যখন কথা বলছিলেন, তখন পাশ থেকে ফুট কেটে 'ফুলকি'র নায়ক রোহিত, মানে অভিনেতা অভিষেক বসু, ‘আমরা কৌশাম্বি আর আদৃতের সেই বিয়ের দৃশ্যটা কল্পনা করছি, যে আদৃত ধুতি পরে আসছে…।’ বলেই হেসে ফেলেন অভিষেক। তিনি জানান, ‘ওদের বিয়েতে বাকি কারা যাবেন জানি না, তবে ফুলকি-র ইউনিটের একটা গালা শো হবে। কে কীভাবে নিজেকে তুলে ধরবে সেটা দেখার। আর আমি তো অবশ্যই যাচ্ছি।’
বিয়ের ঠিক আগে কৌশাম্বির মা-বাবার ঠিক কী প্রতিক্রিয়া? এপ্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হয়ত আমি কিছু বলছি, মা মন খারাপ করে বলছে, আর তো এই কয়েকটা দিন, হ্যাঁ, বল বল…’। সবকিছুতেই একটা ইমোশনাল বিষয় চলে আসছে।
তবে শুধু টিম 'ফুলকি' নয়, কৌশাম্বির বিয়ে নিয়ে উত্তেজনা রয়েছে 'মিঠাই' পরিবারেও। কিছুদিন আগেই আদৃত-কৌশাম্বিকে নিয়ে আইবুড়ো ভাত খাওয়ানোর আয়োজন করেছিলেন গোটা ‘মিঠাই’ পরিবারের সদস্যরা। তবে অবশ্য সেই আয়োজন থেকে বাদ পড়েছিলেন শুধুমাত্র 'মিঠাইরানি' সৌমিতৃষা।