বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের জন্য বেঙ্গালুরুর আলুরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) টিম ইন্ডিয়ার প্রস্তুতি ক্যাম্পের জন্য প্রথম বার ১৩-১৫ জন নেট বোলার নিয়োগ করেছে বলে জানা গিয়েছে।
স্টার স্পোর্টসের মতে, অফ-সিজনে দেশীয় বোলারদের ভালো ভাবে ব্যবহার করার জন্য বিসিসিআই নেট বোলার পাঁচ থেকে বাড়িয়ে ১৫ পর্যন্ত করেছে।
ক্রিকেট সংস্থাটি অনিকেত চৌধুরিকেও এই নেট বোলারদের তালিকায় রেখেছেন। অনিকেত আবার পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টদের স্টাইলে বল করেন। আর এই তারকাদের বিরুদ্ধে টুর্নামেন্টে ভারতীয় ব্যাটাররা যাতে স্বচ্ছন্দ হতে পারেন। তাই সবচেয়ে লম্বা বাঁ-হাতি ভারতীয় পেসার অনিকেত চৌধুরীকে নেট বোলারদের তালিকায় রাখা হয়েছে। রঞ্জি ট্রফিচে গত মরশুমে ৩৩ বছরের অনিকেত রাজস্থানের হয়ে সাত ম্যাচে ৩৩ উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: ইয়ো ইয়ো টেস্ট দেননি ভারতের ৫ ক্রিকেটার, তাঁরা কারা? কেনই বা দিলেন না এই পরীক্ষা?
নেট বোলারদের মধ্যে অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন উমরান মালিক (সানরাইজার্স হায়দরাবাদ), কুলদীপ সেন (রাজস্থান রয়্যালস), যশ দয়াল এবং সাই কিশোর (গুজরাট টাইটান্স), রাহুল চাহার (পঞ্জাব কিংস), আর তুষার দেশপান্ডে (চেন্নাই সুপার কিংস)।
প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেছেন যে, তিনি সাপোর্ট স্টাফ হিসেবে থাকাকালীন টিম ইন্ডিয়া কখনও বিদেশে বিশ্বকাপ হলেও পাঁচ জনের বেশি নেট বোলারকে জায়গা দিতে পারেনি। ৫০ বছর বয়সী বলেছেন যে, নতুন সুযোগ এসেছে। কারণ ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। আর এতে পরবর্তী প্রজন্মের বোলাররা নিজেদের তৈরি করার সুযোগ পাবে।
আরও পড়ুন: বিশেষ ভাবে সক্ষম পাকিস্তানের ‘বিরাট-ভক্তে’র সঙ্গে কোহলির ব্যবহারে মুগ্ধ নেটপাড়া- ভিডিয়ো
বাঙ্গার স্টার স্পোর্টসকে বলেছেন, ‘(নেট বোলারদের ভূমিকায়) একটি অনন্য সুযোগ কারণ গত দু'টি বিশ্বকাপে, যে দুটিতেই আমি সাপোর্ট স্টাফ হিসেবে ছিলাম, একবার অস্ট্রেলিয়ায় এবং আর একটি ইংল্যান্ডে, এত বোলার নেওয়া সম্ভব ছিল না। কঠিন বিষয় ছিল।’
বাঙ্গার আরও বলেছেন, ‘এখন ভারতে অফ-সিজন, তাই সব খেলোয়াড় পাওয়া যায়। সে কারণে বিসিসিআই সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে ব্যবহার করছে। এতে পরবর্তী প্রজন্মের বোলাররা নিজেদের তৈরি করার সুযোগ পাবে।।’ তিনি আরও যোগ করেছেন, ‘ওরা কী ভাবে সিনিয়রদের মোকাবিলা করে, সেটা যেমন জানা যাতে, তেমনই ওদের প্রকৃত প্রতিভা দেখানোরও সুযোগ মিলবে। নেট বোলাররা মানসম্পন্ন ব্যাটারদের বোলিং করার সুযোগ পাবে। এটা সবার জন্য ভালো বিষয় হবে। এবং এটি একটি দুর্দান্ত উদ্যোগ। আমরা গত দু'টি বিশ্বকাপে এটি করতে পারিনি, কারণ এটি ভারতের বাইরে হয়েছিল।’