বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > Asia Cup 2023: '১০০ শতাংশ দিতে তৈরি আমরা', বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে ভারত ম্যাচের আগে হুংকার বাবরের

Asia Cup 2023: '১০০ শতাংশ দিতে তৈরি আমরা', বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে ভারত ম্যাচের আগে হুংকার বাবরের

রোহিত শর্মা এবং বাবর আজম। ছবি- এপি (AP)

বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ভারতকে হুংকার দিয়ে রাখলেন পাক অধিনায়ক। জানিয়ে রাখলেন তারাও প্রস্তুত ১০০ শতাংশ দিয়ে ভারতকে হারাতে।

এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের খেলা শেষ হয়ে গিয়েছে। শুরু হয়েছে সুপার ফোর পর্বের খেলা। বাংলাদেশের বিরুদ্ধে শেষ চারের প্রথম খেলা সহজ জয় পেয়েছে পাকিস্তান। এরপরে তাদের খেলা ১০ সেপ্টেম্বর তাদের ম্যাচ রয়েছে ভারতের বিরুদ্ধে। অন্যদিকে রোহিত শর্মাও নেপালের বিরুদ্ধে জিতে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে। ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, যেকোনও বড় জয় দলের পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, তাই তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে চাপে নেই।‌

এশিয়া কাপে ভারত পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। সেই ম্যাচে ভারত নিজেদের ইনিংস শুরু করতে পারলেও পাকিস্তান ব্যাট শুরু করতে পারেনি। ম্যাচের ২৬৬ রান যোগ করতে পারেন ইশান কিষানরা। ম্যাচ না হওয়ার কারণে এক করে পয়েন্ট ভাগ হয়ে যায় দুই দলের মধ্যে। তখনই জানা ছিল এই দুই দল যদি শেষ চারে পৌঁছাতে পারে তাহলে ফের মুখোমুখি হবে তারা।

আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান।‌ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে উঠে পাক অধিনায়ক ভারতের ম্যাচের সম্পর্কে বলেন, 'ভারতের বিরুদ্ধে নামার আগে আমাদের সেইভাবে কোনও চাপ নেই। একটা বড় ব্যবধানের জয় সবসময় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। পরের ম্যাচে আমরা আমাদের ১০০ শতাংশ দিয়েই খেলব।'

ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচ সম্পূর্ণ না হলেও দুই দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৬৬ রানের তিন উইকেট হারিয়ে বসে ভারত। সেখান থেকে কিছুটা শিক্ষা নিয়ে নেপালের ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। যদিও নেপাল তুলনামূলক কম শক্তিশালী দল তবে ভারত নিজেদের খামতি বুঝতে পেরে ঠিক করার চেষ্টা করেছে। অন্যদিকে পাকিস্তানের এই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছে। তাদের স্পিন বোলিং আক্রমণকে সরিয়ে প্রধান দায়িত্ব পেশার দের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ম্যাচে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে হতাশ করেনি বোলাররা। এ বিষয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর বলেন, 'এই ম্যাচ জেতার কৃতিত্ব বিশেষ করে দিতে চাই আমাদের জোরে বোলারদের। প্রথম ১০ ওভার ওরা যেভাবে বল করে তা সত্যি অসাধারণ। বিশেষ করে রউফ সত্যিই ভালো করেছে।'

(এশিয়া কাপের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/cricket/asia-cup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন