ইডেন গার্ডেন্সে অসাধারণ ক্যাচ নিয়ে নজর কাড়লেন আবেশ খান। নাইটদের বিরুদ্ধে টস জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠায় এবারের আইপিএলে সবার ওপরে থাকা রাজস্থান রয়্যালস দল। ট্রেন্ট বোল্ট প্রথম ওভারেই ঝটকা দিয়েছিলেন, তবে রিয়ান পরাগ, ফিল সল্টের ক্যাচ মিস করায় বেঁচে যায় কেকেআর। তবে বেশিক্ষণ আর নাইটদের ওপেনিং জুটি ভাঙতে সময় নেয়নি রাজস্থান রয়্যালস। চতুর্থ ওভারে বল করতে এসেই তারকা ওপেনার ফিল সল্টকে সাজঘরে ফেরান আবেশ খান। নিজের বোলিং রান আপেই দুরন্ত ক্যাচ ধরেন আবেশ।
আরও পড়ুন-ফের পাক জার্সিতে ম্যাচ ফিক্সিংয়ে জেল খাটা আমির, ভগবানকে ধন্যবাদ দিয়ে যাত্রা শুরু
এবারে আইপিএলে অনেক বোলারই যখন প্রায় ১০ রানের ওপরে ইকোনমি। সেই তুলনায় আবেশের ইকোনমি ভালো। সেই সুবাদেই তাঁকে দিয়ে ওপেনিং এবং ডেথ ওভারে বোলিং করানোর সাহস দেখাচ্ছেন তাঁর দলের অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে শুধু বল হাতে নয়, তিনি যে ফিল্ডার হিসেবেও মন্দ নন সেটাই প্রমাণ করে দিলেন ২৮ বছরের এই পেসার। চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন আবেশ। সামনে ইংল্যান্ডের ক্রিকেটার ফিল সল্ট, যিনি এবারের আইপিএলে নাইট রাইডার্সের প্রধান ভরসা। শেষ ম্যাচেও যার ব্যাট থেকে লখনউয়ের বিপক্ষে দুরন্ত অর্ধশতরান এসেছিল। সেই সল্টকেই নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরালেন আবেশ। প্রায় ১৪০ ছুঁই ছুঁই গতির বল সল্ট না পারলেন ঠিক ঠাক শট খেলতে, না পারলেন ডিফেন্স করতে। সোজাসুজি চলে যায় আবেশের কাছে। দুরন্ত রিফ্লেক্স অ্যাকশনের প্রমা বাঁ হাতে অনবদ্য ক্যাচ নিলেন ডাইভ দিয়ে। হতবাক হয়ে গেলেন সল্ট। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ফিল্ডাররাও।
একটু আগেই ক্যাচ মিস করেছিলেন রিয়ান পরাগ। সল্টের উইকেটটি কতটা গুরুত্বপূ্র্ণ তা প্রত্যেকেই জানতেন। রিয়ানের ভুলের মাশুল দিতে হল না রয়্যালসদের। ক্যাচ ধরার পরই তাই খুনসুটিতে মাতলেন অধিনায়কের সঙ্গে। ক্যাচ নিয়ে মাটিতে বসে বসেই অধিনায়ককে নির্দেশ দিলেন তাঁর গ্লাভস দুটি দেওয়ার জন্য । কারণ গত ম্যাচেই আবেশ খানের কথা না শুনে পঞ্জাবের আশুতোষ শর্মার ক্যাচ নিতে গেছিলেন সঞ্জু স্যামসন। আবেশ সামনে থাকলেও তাঁর জন্য ক্যাচ না ছেড়ে সঞ্জু নিজে নিতে গিয়ে তা মিস করেন। এর আগে কুলদীপ সেনের সঙ্গেও একটি ক্যাচ প্রায় মিস হতে বসেছিল। তাই কেকেআরের বিপক্ষে সল্টের অনবদ্য ক্যাচের পর গ্লাভস হাতে নিজের ড্রেসিং রুমের দিকেই হাত তুলে দেখালেন আবেশ। বুঝিয়ে দিলেন, একা অধিনায়ক নয়, তিনিও ভালো ফিল্ডিং করতে পারেন।
আরও পড়ুন-চিনে হাফ ম্যারাথনে গড়াপেটার অভিযোগ, ভিডিয়ো দেখলে চমকে যাবেন, শুরু তদন্ত