বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024-এক ঢিলে দুই পাখি, ইনস্টায় নির্মম রসিকতায় মাতলেন কামিন্স, নিশানায় ল্যাবুশান ও RCB হোম গ্রাউন্ড

IPL 2024-এক ঢিলে দুই পাখি, ইনস্টায় নির্মম রসিকতায় মাতলেন কামিন্স, নিশানায় ল্যাবুশান ও RCB হোম গ্রাউন্ড

হায়দরাবাদের জয়ের পর কামিন্স এবং ক্লাসেন। ছবি- পিটিআই (PTI)

টি২০ ক্রিকেটে চার-ছক্কার বন্যায় কখনই খুব একটা দেখা যায় না মার্নাস ল্যাবুশানকে। আইপিএলের ম্যাচে হেডের শতরানের পর তাঁদের শুভেচ্ছা জানান ল্যাবুশান। এরপরই তার সঙ্গে মশকরা করে কামিন্স বলেন, তুমি থাকলেও বাউন্ডারি টপকে দিতে। সতীর্থকে নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়কের মশকরা ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে।

আইপিএল চুটিয়ে উপভোগ করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং তাঁর দলের সতীর্থ ট্রাভিস হেড। আইপিএলে অন্যতম সর্বোচ্চ ফ্যান বেসড দলগুলোর বিপক্ষেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। আইপিএলের তিন বেশ জনপ্রীয় দল চেন্নাই, বেঙ্গালুরু এবং মুম্বই, তিনটি দলেই ভারতের তিন তারকা রয়েছেন। এম এস ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, যারা প্রত্যেকেই দলের অধিনায়কত্ব সামলেছেন। দেশেরও অধিনায়কত্বও করেছেন। যার মধ্যে রোহিত বর্তমানেও জাতীয় দলের অধিনায়ক। সেই তিন দলকেই এবার হারিয়ে দিয়েছে হায়দরাবাদ। সৌজন্য প্যাট কামিন্সের অধিনায়কত্ব। এবার নিজের দেশের সতীর্থকে নিয়ে রসিকতার পাশাপাশি বেঙ্গালুরুর ছোট বাউন্ডারি নিয়েও ঘুরিয়ে সমালোচনা করলেন তিনি। 

IPL 2024-‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স!

দলের সকলের অবদান তো আছেই, কিন্তু তিনি নিজে যেভাবে কঠিন সময় মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করছেন তা কুর্নিশ যোগ্য। এরই মধ্যে আরসিবির বিরুদ্ধে আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড করেছে সানরাইজার্স। ম্যাচ জয়ের পরই সতীর্থ ট্রাভিস হেডের সঙ্গে ছবি দেন তিনি। তাতে বেশ খুশি মনেই কমেন্ট করেন অস্ট্রেলিয়া দলে তার সতীর্থ মার্নাস ল্যাবুশান। কিন্তু এরপরই মজা করে মার্নাসকে এমন প্রতিক্রিয়া তিনি দিয়েছেন যাতে হাসির রোল পড়ে গেছে।

 

আরও পড়ুন-IPL 2024-'সব দোষ একা হার্দিকের নয়',ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ

বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ট্রাভিস হেডের সঙ্গে জুটিতে ১৯২ রান তুলেছিলেন ল্যাবুশান। তাঁদের জুটিতেই কার্যত ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। এমনিতে ল্যাবুশান টেস্ট এবং একদিনের ফর্ম্যাটে অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য। তাঁকে ছাড়া প্রথম একাদশ হয়না বললেই চলে। কারণ তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও করতে পারেন, টেস্টের গড় প্রায় ৫০। তবে কখনই টি২০ ক্রিকেটে তাঁর নাম শোনা যায় না সেভাবে। কারণ চার, ছয় মারার ক্রিকেটের সঙ্গে তিনি অতটাও সড়গড় নন। প্যাট কামিন্স এবার সেই নিয়েই মজা করলেন ল্যাবুশানের সঙ্গে।  তার কমেন্টের পর কামিন্স পাল্টা লেখেন,'বেঙ্গালুরুতে তুমি থাকলেও বাউন্ডারি টপকে দিতে'।  অবশ্য একই সঙ্গে বেঙ্গালুরুর ছোট মাঠের কথাও বলতে চেয়েছেন কামিন্স।

আরও পড়ুন-IPL 2024-'স্কোরের সামনে ৩ বসালে'…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড

সানরাইজার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচে দুই দলের ইনিংস মিলিয়ে মোট ৫৪৯ রান উঠেছে। যেখানে দুই দলের বোলারদেরই কার্যত শাসন করতে দেখা গেছে ব্যাটারদের। বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স বল হাতে এদিন অবশ্য রান দিয়েছেন। অন্য ম্যাচের মতো অতটাও কম ইকোনমি ধরে রাখতে পারেননি এই ম্যাচে। তবে বুদ্ধিমানের মতোই পিচ বুঝে নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়েছেন তিনি। আর তাতেই খেলা নিজেদের আয়ত্ত নিয়ে এসেছে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন কামিন্স। এর মধ্যে ছিল ফ্যাফ ডুপ্লেসির উইকেটও। ম্যাচের পর অবশ্য পিচ দেখে কামিন্স বলেছেন, এবারের আইপিএলে যেভাবে রান উঠছে তাতে ব্যাটার হতে পারলেই বেশি ভালো হত।

ক্রিকেট খবর

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি!-রিপোর্ট মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.