শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলের জিসির (গভর্নিং কাউন্সিলের) পদের জন্য মনোনীত হলেন বর্তমান আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ সিএবির অন্যতম কর্তা অভিষেক ডালমিয়া। শীঘ্রই অনুষ্ঠিত হবে এই গভর্নিং কাউন্সিলের নির্বাচন। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অর্থাৎ এজিএম অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। এই এজিএমেই অনুষ্ঠিত হবে নির্বাচন।
বিসিসিআইয়ের তরফে শুক্রবার অরুণ ধুমাল এবং অভিষেক ডালমিয়ার নাম ঘোষণা করা হয়। তাদের ইলেকটোরাল অফিসার অর্থাৎ একে জোটিড এই ঘোষণা করেন। বিসিসিআইয়ের নির্বাচনের জন্য মনোনীত সদস্যদের নাম এদিন তিনি মিডিয়ার সামনে ঘোষণা করছিলেন। সেই সময়েই এই দুটি নামও ঘোষণা করেন তিনি। প্রসঙ্গত অভিষেক ডালমিয়া প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র। দীর্ঘদিন বিসিসিআইয়ের সভাপতি ছিলেন জগমোহন ডালমিয়া। তাঁর হাত ধরেই আর্থিকভাবে প্রথমদিকে সাবালক হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর পুত্র অভিষেক ডালমিয়াও দীর্ঘদিন ক্রিকেট প্রশাসক হিসেবে যুক্ত। সিএবির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তিনি।
প্রসঙ্গত অন্যদিকে অরুণ ধুমাল ছিলেন গতবছরেও আইপিএলের ট্রেজারার। ২০২২ সালের ১৮ ই অক্টোবর যে বিসিসিআইয়ের এজিএম হয় তাতে আইপিএলের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয় ধুমালকে। ব্রিজেশ প্যাটেলের পরিবর্তে দায়িত্ব পান ধুমাল। এই দিনেই বিসিসিআইয়ের সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে দায়িত্ব নেন বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা রজার বিনি। এই মিটিংয়ে জয় শাহ বিসিসিআইয়ের সেক্রেটারির পদ ধরে রাখেন। পরপর দুই টার্মে বিসিসিআইয়ের সেক্রেটারির পদে রয়েছেন জয় শাহ। প্রসঙ্গত আইপিএলের বাজারদর সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। সেই বাজারদরকে ৯২৫০০ কোটি টাকার মূল্যায়ন থেকে আরও উপরে নিয়ে যাওয়াই এবার গুরু দায়িত্ব ধুমাল, অভিষেক ডালমিয়াদের কাছে।