আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অধীনে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচের প্রথম দিনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশের জন্য প্রথম ইনিংস মোটেও ভালো ছিল না। ১৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। এই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হন বাংলাদেশের সিনিয়র খেলোয়াড় ও ম্যাচের সেরা স্কোরার মুশফিকুর রহিম। মুশফিক বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান যিনি ‘হ্যান্ডেলড দ্য বল’ বা ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন। মুশফিক যখন আউট হন, তখন তিনি নিজেও বিশ্বাস করতে পারেননি যে তাঁকে মাঠ থেকে এভাবে ফিরতে হবে।
সেই সময়ে নিউজিল্যান্ডের হয়ে ৪১তম ওভার বল করছিলেন কাইল জেমিসন। স্ট্রাইকে ছিলেন মুশফিকুর রহিম। তাঁর ব্যাটে লেগে বল পিছনের দিকে চলে যায়, যদিও বল তখনও স্টাম্প থেকে কিছুটা দূরেই ছিল। তখন হঠাৎ হাত দিয়ে বল আটকান মুশফিক। এর পরেই কাইল জেমিসন জোরালো আবেদন করেন, এরপর দুই ফিল্ড আম্পায়ারের মধ্যে কিছু কথাবার্তা হয় এবং তৃতীয় আম্পায়ারের ইশারা করেন। সেই সময়ে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে মুশফিককে আউট দেন।আন্তর্জাতিক ক্রিকেটে (পুরুষ) ১২তম ব্যাটসম্যান হিসেবে এমন আউটের শিকার হয়েছেন মুশফিক। যে আউটকে বলা হচ্ছে, ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’। ১৯৫১ সালে সর্বপ্রথম এমন ঘটনা ঘটেছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। তবে টেস্টের ইতিহাসে এটি দ্বিতীয়বার ঘটল। ১৯৫১ সালে ইংল্যান্ডের লিওনার্দ হুটন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রকমভাবে আউট হয়েছিলেন।
এর আগে ২০০১ সালে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এমন আউটের শিকার হয়েছিলেন ভারতের বিপক্ষে ম্যাচে। ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের নিয়মে পড়লেও, একে ‘হ্যান্ডেলড দ্য বল’ আউট হিসেবে ডাকা হয়। আপনি এই ভিডিয়োটি দেখুন এবং নিজেই সিদ্ধান্ত নিন মুশফিকুর রহিমকে সঠিকভাবে আউট দেওয়া হয়েছে কি না?
৮৩ বলে ৩৫ রান করে মুশফিক আউট হন, শাহাদাত হোসেন ১০২ বলে ৩১ রানের ইনিংস খেলেন। মাত্র ৪৭ রানে চার উইকেট হারিয়ে ছিল বাংলাদেশ। এরপর মুশফিক ও শাহাদাত মিলে স্কোরকে ১০০ রানে নিয়ে যান। মাত্র ৯ রান করে আউট হন অধিনায়ক নাজমুল শান্ত। মুশফিক ও শাহাদাত ছাড়াও ২০ রানের ইনিংস খেলেন মেহেদি হাসান মিরাজ। এদিন বাংলাদেশের মাত্র ছয় ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। ৬৬.২ ওভারে ১৭২ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। বল হাতে দারুণ ভাবে কামব্যাক করে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৫৫ রানে পাঁচ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের উইকেট দ্রুত তুলে নেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামরা। বল হাতে ৬ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মেহেদি, তাইজুল নেন দুটি উইকেট। টম ল্যাথাম চার রান, ডেভন কনওয়ে ১১ রান ও কেন উইলিয়ামসন ১৩ রান করে সাজঘরে ফেরেন। হেনরি নিকোলস ১ ও টম ব্লানডেল শূন্য রানে আউট হন। ফলে প্রথম দিনের শেষে ১১৭ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।