শুভব্রত মুখার্জি:- সবেমাত্র শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলের আসর। এরপরেই শুরু হতে চলেছে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের সিরিজ। টি-২০ ফর্ম্যাটে এই সিরিজ খেলবে টাইগাররা। শ্রীলঙ্কা সিরিজের জন্য গত মাসে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের টি–২০ দল। সেই দলে জায়গা হয়নি জাকের আলির। টাইগারাদের এই কিপার ব্যাটার সুযোগ না পাওয়ার ফলে নির্বাচকদের নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিপিএলে জাকেরের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মহম্মদ সালাউদ্দিন। এবার সেই জাকেরকে দলে নির্বাচন করা হল। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের বাংলাদেশ দলে জায়গা হল তাঁর।
প্রসঙ্গত চোটের কারণে বাদ পড়েছেন আলিস আল ইসলাম। আর তাঁর বদলি হিসেবেই শনিবার দলে জায়গা পেয়েছেন জাকের। এই বিষয়টি ঘোষণা করেছেন গাজি আশরাফ হোসেনের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি। শ্রীলঙ্কার বিপক্ষে টি–২০ দল নির্বাচনের করেছিল প্রাক্তন ক্রিকেটার মিনহাজুল আবেদিনের নেতৃত্বাধীন বিসিবির প্রাক্তন নির্বাচক কমিটি। সেই কমিটিতে থাকা আব্দুর রাজ্জাক রয়েছেন নতুন নির্বাচক কমিটিতেও। গতকাল থেকে অর্থাৎ ১ মার্চ থেকে কাজ শুরু করেছে নতুন নির্বাচক কমিটি। আর সেই নির্বাচক কমিটির নেওয়া প্রথম সিদ্ধান্ত হল শ্রীলঙ্কা সিরিজে আলিসের বদলে জাকেরকে দলে নেওয়া।
টাইগারদের মিডল অর্ডার বা লোয়ার–মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে যে ফিনিশার হিসেবেও কার্যকরী হবেন জাকের সেই আশা করছেন নির্বাচকরা। সদ্য শেষ হওয়া বিপিএলে ফিনিশারের ভূমিকাতে ভালো পারফরম্যান্স করেই শিরোনামে এসেছেন জাকের আলি। ফাইনালে ২৩ বলে ২০ রানও করেছেন। বিপিএলে তিনি ফাইনাল সহ ১৪টা ম্যাচে খেলেছেন ১০টি ইনিংস। ব্যাটিং গড় ৯১.৫০। করেছেন ১৯৯ রান। সর্বোচ্চ রান ৪০। ছয় মেরেছেন মোট ১৪টি। প্রসঙ্গত শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের টি–২০ সিরিজ শুরু হচ্ছে ৪ মার্চ থেকে। সিলেটে ৪ মার্চ খেলা হবে প্রথম ম্যাচ । ৬ ও ৯ মার্চ খেলা হবে টি–২০ সিরিজের পরের দুটি ম্যাচ। এই ম্যাচ দুটি খেলা হবে একই ভেন্যুতে।
আরও পড়ুন… নিজের খারাপ সময়কে সকলের সম্মান করা উচিত- পৃথ্বী, শ্রেয়স ও নিজেকে নিয়ে মুখ খুললেন রাহানে
∆ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বাংলাদেশ দল:-
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মহম্মদ নাইম, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও জাকের আলি।