তৃতীয়বার বাবা হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তাঁর স্ত্রী রুবাব খান তৃতীয়বারের মতো মা হয়েছেন। তাদের ঘরে আলো করে এসেছে ছোট্ট নূর। ২০২৪ সালের ১ মার্চ শোয়েব আখতারের মেয়ের জন্ম হয়েছে। এই সন্তানের নাম রাখা হয়েছে নূর আলি আখতার। জানিয়ে রাখি আখতার ইতিমধ্যেই দুই ছেলের বাবা। তার বড় ছেলের নাম মহম্মদ মিকেল আলি এবং ছোট ছেলের নাম মহম্মদ মুজাদ্দিদ আলি। যারা যথাক্রমে ২০১৬ এবং ২০১৯ সালে জন্মগ্রহণ করেছে।
মেয়ের জন্মের পরে সোশ্যাল মিডিয়াতে তার ছবি পোস্ট করে একটি বার্তা দিয়েছেন শোয়েব আখতার। আসলে ছোট্ট নূরকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন তাঁর বাবা শোয়েব আখতার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভক্তদের সঙ্গে জীবনের এই সুসংবাদটি ভাগ করে নিয়েছিলেন শোয়েব। তার শিশু কন্যার জন্য সকলের আশীর্বাদ এবং প্রার্থনা চেয়েছিলেন।
শুক্রবার, প্রাক্তন ডানহাতি ফাস্ট বোলার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট শেয়ার করেছেন, যাতে তাকে তার মেয়েকে কোলে নিয়ে থাকতে দেখা যায় এবং ক্যাপশনে জানিয়েছিলেন যে, মিকাইল এবং মুজাদ্দিদের এখন একটি ছোট বোন হয়েছে। ভগবান তাদেরকে কন্যা সন্তান দান করেছেন। মেয়ের নাম জানিয়েছিলেন আখতার। মেয়ের নাম নূর আলি আখতার বলে তাকে স্বাগত জানিয়েছিলেন শোয়েব।
আরও পড়ুন… নিজের খারাপ সময়কে সকলের সম্মান করা উচিত- পৃথ্বী, শ্রেয়স ও নিজেকে নিয়ে মুখ খুললেন রাহানে
বাইশ গজের ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ নিজের পোস্টে লিখেছেন, ‘এবার থেকে মিকাইল ও মুজাদ্দা ওদের ছোট বোনের সঙ্গে খেলবে। ওদের এক বোন এসেছে। ঈশ্বরের কৃপায় আমাদের সংসারে কন্যা সন্তান এসেছে। আমরা কন্যা নূর আলি আখতারকে স্বাগত জানাই। আপনাদের সকলের প্রার্থনার জন্য আমি কৃতজ্ঞ।’ ২০১৬ সালের নভেম্বরে শোয়েব আখতারের প্রথম সন্তান মিকাইলের জন্ম হয়েছিল। তিন বছর পর ২০১৯ সালের জুলাই মাসে মুজাদ্দাদ তাঁদের পরিবারে আসে। এবার কন্যা নূরকে কোলে তুলে নিলেন শোয়েব আখতার।
আরও পড়ুন… IPL 2024: শ্রেয়স আইয়ারের সঙ্গে কি অবিচার হয়েছে? উঠে এল নাইট অধিনায়কের চোটের অজানা কাহিনি
এটি উল্লেখযোগ্য যে শোয়েব আখতার তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুরে ২০১৪ সালে রুবাব খানকে বিয়ে করেছিলেন। আখতারের বিয়ে সে সময় অনেক আলোচিত হয়েছিল, কারণ তার স্ত্রীর বয়স ছিল ২০ বছর এবং প্রাক্তন পাকিস্তানি বোলারের বয়স ছিল ৩৮ বছর। ৪৮ বছর বয়সী আখতার বিশ্বকাপ ২০১১ এর সমাপ্তির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। বর্তমানে আখতারকে তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিতে দেখা যায়। এছাড়া ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও তিনি তাঁর দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অনেক আগেই।