ওয়েলিংটনের বেসিন রিজার্ভে জমে উঠেছে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। নিউজিল্যান্ডকে এই ম্যাচটি জিততে হলে দুই দিনের মধ্যে করতে হবে ২৫৮ রান, তাদের হাতে রয়েছে এখনও সাত উইকেট। এদিকে অস্ট্রেলিয়াকে এই ম্যাচ জিততে হলে ২৫৭ রানের মধ্যে নিতে হবে আর সাত উইকেট। ম্যাচের তৃতীয় দিনে রাচিন রবীন্দ্রের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড। তবে এই লড়াইয়ের শুরুটা করেছিলেন গ্লেন ফিলিপস। বল হাতে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস কম রানে শেষ করে দিয়েছিলেন গ্লেন ফিলিপস।
আরও পড়ুন… নিজের খারাপ সময়কে সকলের সম্মান করা উচিত- পৃথ্বী, শ্রেয়স ও নিজেকে নিয়ে মুখ খুললেন রাহানে
ম্যাচের কথা বললে, সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে চাপের জায়গা থেকে উদ্বার করেন রচিন রবীন্দ্র। ৩৬৯ রান তাড়া করতে নেমে শনিবার দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১১১/৩ রান। ম্যাচের তৃতীয় দিনের শুরুতে গ্লেন ফিলিপস অস্ট্রেলিয়ার ইনিংস দ্রুত শেষ করেন, ১৬ বছরের মধ্যে নিউজিল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটিং করতে এলে কেন উইলিয়ামসনসহ তিনটি দ্রুত উইকেট হারিয় নিউজিল্যান্ড। একটা সময়ে ৫৯ রানের মধ্যেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড।
আরও পড়ুন… IPL 2024: শ্রেয়স আইয়ারের সঙ্গে কি অবিচার হয়েছে? উঠে এল নাইট অধিনায়কের চোটের অজানা কাহিনি
কিউয়িরা যখন বিপাকে ছিল তখন হাল ধরেন রচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেল। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন এখনও ২৫৮ রান। উসমান খোয়াজার সঙ্গে নাইটওয়াচম্যান নাথান লিয়নের ব্যাটিং দিয়ে অস্ট্রেলিয়া আজ দিন শুরু করে। তখন তাঁদের স্কোর ছিল ২ উইকেটে ১৩ রান। লায়ান আউট হওয়ার আগে ৪৬ বলে মূল্যবান ৪১ রান করেন। গ্লেন ফিলিপসের অফ স্পিনের জালে জড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটিং।
আরও পড়ুন… NZ vs AUS: ফের নজরে উসমান খোয়াজা! ম্যাচের মাঝেই তুলে ফেলতে হল ব্যাটের বিশেষ স্টিকার
অফস্টাম্পের বাইরে উসমান খোয়াজাকে ফুলটস ডেলিভারিতে আউট করে দিনের শুরু করেন ফিলিপস। এরপর অস্ট্রেলিয়া ক্যামেরন গ্রিন এবং ট্র্যাভিস হেডের উইকেট নিয়ে অজিদের পার্টনারশিপ গড়া এক প্রকার বন্ধ করে দেন গ্লেন ফিলিপস। হেডকে আউট করার পরের বলেই মিচেল মার্শকে গোল্ডেন ডাকে শর্ট লেগে আউট করেন ফিলিপস। অ্যালেক্স ক্যারি ফুলটস বল মারতে গিয়ে ফিলিপসের চতুর্থ শিকার হন। এরপর শর্ট লেগে উইল ইয়ংয়ের দুর্দান্ত রিফ্লেক্স ক্যাচে ফিলিপস তার পাঁচ উইকেট সম্পূর্ণ করেন। এবার তাঁর শিকার প্রথম ইনিংসে শরান করা ক্যামরন গ্রিন এদিন ৩৪ রানে আউট হলে অস্ট্রেলিয়া ১৬৪ রানে গুটিয়ে যায়। তবুও গ্রিনের ১৭৪ রানে তাদের প্রথম ইনিংসের সুবিধার ভিত্তিতে অস্ট্রেলিয়া একটি বিশাল লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ডকে। এরপর অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্পিনাররাই উইকেট নিতে সক্ষম হয় এবং পঞ্চম ওভারে আনা নাথান লিয়ন প্রথম উইকেট নেন। টম ল্যাথামকে আউট করেন তিনি। চা বিরতির কিছুক্ষণ পরই কেন উইলিয়ামসনের মূল্যবান উইকেট নেন নাথান লিয়ন। প্রথম স্লিপে স্টিভ স্মিথের এক হাতের অত্যাশ্চর্য ক্যাচের শিকার হন উইল ইয়ং। এই উইকেটটি শিকার করেন ট্র্যাভিস হেড।