শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে বিসিসিআই। ফলে ঘরোয়া ক্রিকেটে জোর দিয়েছে তারা। নয়া ক্রিকেটার তুলে আনতে, আইসিসির ট্রফি জিততে নতুন করে পরিকল্পনা শুরু করেছে বিসিসিআই। তাদের দুই তারকা ইশান কিষাণ,শ্রেয়স আইয়ারকেও তারা সদ্য শেষ হওয়া রঞ্জি ট্রফি খেলতে যে ভাবে কড়া নির্দেশ দিয়েছিল, তা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল ঘরোয়া ক্রিকেটকে কতটা গুরুত্ব দিচ্ছে তারা। এবার ঘরোয়া ক্রিকেটের আরও উন্নতি করতে বদ্ধপরিকর তারা। আর সেই লক্ষ্যেই এবার দেশের ক্রিকেটের তিন প্রাক্তন তারকার থেকে মতামত চাওয়া হয়েছে। মতামত চাওয়া হয়েছে সিনিয়র দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ এনসিএর প্রধান ভিভিএস লক্ষ্মণ এবং জাতীয় প্রধান নির্বাচক অজিত আগরকরের থেকে।
তিন প্রাক্তন তারকা ভারতীয় ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে বোর্ডকে পরামর্শ দেবেন। বিষয়টি নিয়ে বলতে গিয়ে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ‘ভারতীয় ঘরোয়া ক্রিকেটের মরশুম আয়োজনের সময়ে এই বছর নানা ইস্যু আমাদের সামনে এসেছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে নানা অভাব অভিযোগ। এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিসিসিআই এই বিষয়গুলো যত্ন দিয়ে সমাধানে উদ্যোগী। এই মরশুমে সব থেকে বড় সমস্যা দেখা দিয়েছে উত্তর ভারতে হওয়া ম্যাচগুলো নিয়ে। বিশেষ করে রঞ্জির অনেক ম্যাচ প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার বিঘ্নিত হয়েছে। এই ম্যাচগুলোর বেশির ভাগটাই খেলা হয়েছে ডিসেম্বর-জানুয়ারি মাসে। আর এই সব কারণেই দ্রাবিড়, লক্ষ্মণ এবং আগরকরকে তাদের পরামর্শ দেওয়ার কথা বলেছে বিসিসিআই।’
আরও পড়ুন: IPL 2024-এর আগে NCA থেকে ছাড়পত্র পেয়ে গেলেন কেএল রাহুল, তবে প্রাথমিক ভাবে কিপিং করতে পারবেন না
সোমবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির মিটিং ছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিসিসিআই দুই সদস্যের এক কমিটি গড়েছে। বিসিসিআইয়ের ট্রেজারার আশিস সিলার এবং জয়েন্ট সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এই কমিটিতে রয়েছেন। যাঁরা কেন্দ্রশাসিত অঞ্চল দামান এবং দিউয়ের অ্যাসোসিয়েট সদস্য হওয়ার আবেদনের বিষয়টি বিবেচনা করবে। তারা একটি রিপোর্ট তৈরি করবে বিষয়টি নিয়ে। সেটি জমা দেবে বিসিসিআইয়ের কাছে। পাশাপাশি এই বৈঠকের পর জানা গিয়েছে, বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ এনসিএর একটি নয়া সেন্টার অক্টোবর মাসের আগেই তৈরি হয়ে যাবে।