যে অস্ত্রে প্রতিপক্ষ বোলারদের বিব্রত করেন, এবার তাতেই ঘায়েল হলেন নিজে। বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের সুইচ হিট বুমেরাং হয়ে ধাক্কা দিল তাঁকেই। নিখুঁত দক্ষতায় রিভার্স শট খেলেও আউট হয়ে মাঠ ছাড়তে হয় অজি অল-রাউন্ডাকে।
বৃহস্পতিবার শুরু হয় ছেলেদের বিগ ব্যাশ লিগের নতুন মরশুম। উদ্বোধনী ম্যাচে সম্মুখসমরে নামে ব্রিসবেন হিট ও মেলবোর্ন স্টার্স। গাব্বায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ব্রিসবেন। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন কলিন মুনরো।
ওপেন করতে নেমে মুনরো ব্যক্তিগত ৯৯ রানে নট-আউট থেকে যান। ৬১ বলের মারকাটারি ইনিংসে তিনি ৯টি চার ও ৫টি ছক্কা মারেন। অপর ওপেনার তথা ক্যাপ্টেন উসমান খোয়াজা করেন ১৯ বলে ২৮ রান। তিনি ৪টি চার মারেন। এছাড়া ২টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন মার্নাস ল্যাবুশান। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৮ রান করেন উইকেটকিপার স্যাম বিলিংস। ম্যাক্স ব্রিয়ান্ট ৩টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।
মেলবোর্নের হয়ে ১টি করে উইকেট নেন জোয়েল প্যারিস, গ্লেন ম্যাক্সওয়েল ও ন্যাথন কুল্টার-নাইল। উইকেট পাননি ওলি স্টোন, উসামা মীর ও লিয়াম ডসন।
জবাবে ব্যাট করতে নেমে মেলবোর্ন স্টার্স ১৫.১ ওভারে ১১১ রানে অল-আউট হয়ে যায়। ১০৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ব্রিসবেন হিট। ক্যাপ্টেন ম্যাক্সওয়েল ১৪ বলে ২৩ রান করে আউট হন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। দ্বিতীয় ইনিংসের ৫.৬ ওভারে মিচেল সোয়েপসনের বল সুইচ হিটে গ্যালারিতে পাঠানোর চেষ্টা করেন ম্যাক্সওয়েল। বল মাঝব্যাটে কানেক্ট হয়। তা সত্ত্বেও বল চলে যায় ফিল্ডার কুনম্যানের হাতে।
এছাড়া মেলবোর্নের হয়ে ১৬ বলে ৩৩ রান করেন হিল্টন কার্টরাইট। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২২ রান করেন জো বার্নস। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
ব্রিসবেনের সোয়েপসন ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন মাইকেল নেসের ও জেভিয়ার বার্টলেট। ১টি করে উইকেট নেন স্পেনসার জনসন, ম্যাথিউ কুনম্যান ও পল ওয়াল্টার। ম্যাচের সেরা হন মুনরো।